গত সপ্তাহে হুয়াই সম্পর্কে একটি লিক বের হয়েছে যেখানে ফোনটির ফোটো শেয়ার করা হয়েছে। লিকে ফোনটির নাম পি স্মার্ট 2019 বলা হয়েছিল এবং এই ফোনে “ও” শেপের নচ দেখানো হয়েছে। আজ আবার হুয়াইয়ের অন্য একটি স্মার্টফোনের তথ্য সামনে এসেছে। লিক হওয়া ফোনটি শুধু হুয়াইয়ের জন্য নয় বরং সমগ্র টেক জগতের জন্যই অত্যন্ত বিশেষ, কারণ এতে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখা যাবে। অর্থাৎ ফোনের ডিসপ্লের নিচে থাকবে।
8 জিবি র্যামসহ আসুসের সবথেকে শক্তিশালী ফোন 29 নভেম্বর ভারতে লঞ্চ হবে
হুয়াই তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে তাদের নতুন ফোনের ফোটো শেয়ার করেছে। এই ফোটোয় ফোনটি নচ ও বেজল ছাড়া দেখানো হয়েছে, অর্থাৎ ফোনটি সম্পূর্ণ বেজল লেস হবে এবং ওপর দিকে কোনো নচ থাকবে না। নচ না থাকায় ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা বা অন্য কোনো সেন্সর থাকবে না। হুয়াইয়ের শেয়ার করা ফোটোয় ফোনটির ওপরের ডান দিকের ওপরের কোণায় একটি লাইন দেখানো হয়েছে। মনে করা হচ্ছে এখানেই ফোনের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ফোনের এই সেলফি ক্যামেরা ডিসপ্লের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছোট ছিদ্র দেওয়া হবে এবং এর মধ্যেই সেলফি ক্যামেরা থাকবে। এই ক্যামেরা সেটআপ ফ্রন্ট প্যানেলের ওপর না দিয়ে স্ক্রিনের নিচে দেওয়া হবে। এটি বিশ্বের প্রথম এমন ফোন হবে যা ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা সাপোর্ট করবে। এতদিন ফোনের সেলফি ক্যামেরা ফোনের নচ, বডি পার্ট বা স্লাইডার প্যানেলে দেওয়া হত।
হুয়াই ফোনটির ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে ডিসেম্বর মাসের কথাও উল্লেখ করেছে। কোম্পানি আপাতত এখনও পর্যন্ত ফোনটির নাম জানায়নি তবে কোম্পানি তাদের পোস্টে হিন্ট দিয়েছে যে তাদের এই ইন ডিসপ্লে সেলফি ক্যামেরাওয়ালা ফোনটি ডিসেম্বরে টেক জগতে চলে আসবে। কিছু মিডিয়া রিপোর্টে এই ফোনটির নাম হুয়াই নোভা 4 বলা হয়েছে আবার কিছু লিকে এই ফোনটি নোভা 3এস নামে উল্লেখ করা হয়েছে।
হুয়াইয়ের এই ইন ডিসপ্লে সেলফি ক্যামেরাওয়ালা ফোনটি কি নামে লঞ্চ হবে তা এখন বলা সম্ভব নয়। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও কত হবে, এর ক্যামেরা কত মেগাপিক্সেলের হবে এইসব তথ্য জানার জন্য হুয়াইয়ের আগামী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।