BSNL রিভাইস করল তাদের 551 টাকার প্রিপেইড প্ল‍্যান, প্রতিদিন পাওয়া যাবে 5GB হাই স্পীড ডেটা

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের গ্ৰাহকদের জন্য 551 টাকা দামের প্রিপেইড রিভাইস করেছে। এই প্ল‍্যানটি কোম্পানি কোলকাতা, ঝাড়খণ্ড ও তামিলনাড়ু সার্কেলের জন্য পেশ করেছিল। প্রসঙ্গতকিছু দিন আগে কোম্পানি তাদের 999 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি রিভাইস করেছে।

আরও পড়ুন: Exclusive: ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4000 mAh ব‍্যাটারীর সঙ্গে এপ্রিলে লঞ্চ হবে OnePlus 8 Lite

কোম্পানির ঝাড়খণ্ডের ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী এই 551 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 90 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে প্রতিদিন 5 জিবি করে হাই স্পীড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। দৈনিক 5 জিবি ডেটা শেষ হ‌ওয়ার পর ইউজাররা 80 kbps স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবেন। এছাড়া এই প্ল‍্যানে ইউজারদের পার্সোনালাইজড রিং ব‍্যাক টোন (PRBT) উপভোগ করা যায়। তবে BSNL তাদের 551 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে কোনো ধরনের ভয়ের কল বা এস‌এম‌এস পাওয়া যায় না।

কোম্পানি তাদের এই 551 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি 2018 সালে পেশ করেছিল। তখন এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি করে হাই স্পীড ডেটা পাওয়া যেত। সেই সময় দাঁড়িয়ে কোম্পানি তাদের 118 টাকা ও 379 টাকা দামের প্ল‍্যানদুটির সঙ্গে এই প্ল‍্যানটি পেশ করেছিল।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy A21, লিক হল রেন্ডার

প্রসঙ্গত জানিয়ে রাখি গত মাসে কোম্পানি তাদের 999 টাকা দামের প্ল‍্যানে পরিবর্তন ঘটিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়ানো হয়েছে। আগে BSNL এর এই 999 টাকা দামের প্ল‍্যানে 240 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যেত যা এখন বেড়ে 270 দিন হয়ে গেছে। তবে এই এই অতিরিক্ত 30 দিনের ভ‍্যালিডিটি লিমিটেড সময়ের অফার হিসেবে দেওয়া হচ্ছিল।

অন‍্যদিকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI কিছু দিন আগে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত সাবস্ক্রাইবার ডেটা জারি করেছে। এই রিপোর্টে বিভিন্ন কোম্পানির সাবস্ক্রাইবার সংখ্যা সম্পর্কে তথ্য দেওয়া হয়। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানি Reliance Jio কে পেছনে ফেলে এগিয়ে গেছে।

আরও পড়ুন: গেমিং ফোনের জগতে আলোড়ন সৃষ্টি করতে চলে এল Black Shark 3 এবং 3 Pro, এতে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 12 জিবি র‍্যাম

আসলে গত বছর অর্থাৎ 2019 সালের ডিসেম্বর মাসে BSNL নতুন 4.2 লক্ষ সাবস্ক্রাইবার পেয়েছে, যার ফলে দেশের এই সরকারি টেলিকম কোম্পানি প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। এরপর Reliance Jio 82,308 জন নতুন সাবস্ক্রাইবার পেয়ে দ্বিতীয় স্থানে আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here