খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy A21, লিক হল রেন্ডার

Samsung তাদের গ‍্যালাক্সি এ সিরিজে একের পর এক নতুন ফোন লঞ্চ করে চলেছে। বর্তমানে টেক জগতের অবস্থা দেখে মনে হচ্ছে এই সিরিজের একাধিক ফোন মার্কেটে লঞ্চের জন্য প্রস্তুত হয়ে গেছে। এর মধ্যে একটি ডিভাইস হল Samsung Galaxy A31 যেটি কিছু দিন আগে ওয়াইফাই অ্যালায়েন্স সারৃটিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে। আরেকটি রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের এ সিরিজের Samsung Galaxy A21 ফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: Exclusive: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO এর প্রথম 5G স্মার্টফোন Find X2

Samsung Galaxy A21 ফোনটি খুব তাড়াতাড়ি আমেরিকায় লঞ্চ করা হবে বলে রিপোর্ট থেকে জানা গেছে। কোম্পানির এই আগামী ফোনের স্পেসিফিকেশন‌ও জানা গেছে। মনে করা হচ্ছে কোম্পানি তাদের Samsung Galaxy A21 ফোনটি তাদের আগে লঞ্চ করা Samsung Galaxy A20 ফোনের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে লঞ্চ করবে।

Android Headlines এর রিপোর্টে Samsung Galaxy A21 এর লঞ্চ ডেট, ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। এছাড়া পেশ হ‌ওয়া ফোটো দেখে ফোনের ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। রিপোর্টের ফোটো অনুযায়ী Samsung Galaxy A21 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকে একটি পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা থাকবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেখা যেতে পারে।

আরও পড়ুন: Exclusive: Samsung Galaxy M21 এ থাকবে Galaxy M30s এর মতো স্পেসিফিকেশন

রিপোর্টে কিন্তু Samsung Galaxy A21 এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ক‍্যামেরা সেন্সর সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু ফোনটির ক‍্যামেরা সেট‌আপ দেখে মনে করা হচ্ছে এই ফোনে প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফোটো লেন্স ডেপ্থ সেন্সর থাকবে। ক‍্যামেরা সেট‌আপের পাশাপাশি এতে একটি ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশ থাকবে।

কোম্পানি Samsung Galaxy A21 ফোনটিতে তাদের নিজস্ব এক্সিনস 7904 চিপসেটের সঙ্গে পেশ করতে পারে। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A21 এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here