এখন কল করার পর মাত্র একটি ম‍্যাসেজ পাঠিয়ে BSNL গ্ৰাহকরা পেতে পারেন ক‍্যাশব‍্যাক, জেনে নিন পদ্ধতি

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কিছু দিন আগে তাদের ইউজারদের জন্য ভয়েস কলে ক‍্যাশব‍্যাক অফার জারি করেছিল। এই অফার অনুযায়ী ইউজারদের প্রতি 5 মিনিট ভয়েস কলের জন্য 6 পয়সা করে দেওয়া হবে। এবার এই আরও সহজে করার উদ্দেশ্য নিয়ে কোম্পানি ক‍্যাশব‍্যাক পাওয়ার জন্য এস‌এম‌এস পরিষেবা শুরু করেছে।

আরও পড়ুন : Reliance Jio সেপ্টেম্বরে পেল 69 লক্ষ নতুন গ্ৰাহক, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

 BSNL এর বক্তব্য অনুযায়ী ইউজারদের জন্য ক‍্যাশব‍্যাক পাওয়া আরও সহজ করার জন্য এই এস‌এম‌এস পরিষেবা শুরু করা হয়েছে। এতে ক‍্যাশব‍্যাক বেনিফিট নেওয়ার জন্য ইউজাররা উৎসাহ পাবেন। এই নতুন আপডেটের পর ক‍্যাশব‍্যাক পাওয়ার জন্য BSNL ইউজারদের “ACT 6 paisa” লিখে 9478053334 নাম্বারে পাঠাতে হবে। এর আগে ইউজারদের ভয়েস কলের পদ্ধতি অবলম্বন করতে হত। এই ক‍্যাশব‍্যাক অফার BSNL ওয়‍্যারলাইন, ব্রডব্যান্ড ও ফাইবার টু হোম (FTTH) সাবস্ক্রাইবাররা পাবেন। এই অফার আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে সরকারের পক্ষ থেকে BSNL ও MTNL কোম্পানিদুটি মার্জ করার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এই কোম্পানিদুটির কর্মচারীদের জন্য এটি অত্যন্ত স্বস্তির খবর ছিল। কারণ এর আগে অনেক দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে সরকার এই দুটি কোম্পানি বন্ধ করে দিতে পারে। এই গুজব নিয়ে কোম্পানির কর্মচারীরা যথেষ্ট দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তাই কোম্পানিদুটির মার্জ হ‌ওয়ার ঘোষণা করায় আগের সমস্ত তথ্য গুজব বলে মেনে নেওয়া হয়েছে। এর সঙ্গে 4জি স্পেকট্রামের জন্য প্রায় 4,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হবে বলে জানা গেছে। BSNL ও MTNL কোম্পানিদুটি মার্জ করার ঘোষণার সময় আরও বলা হয় যে আগামী 4 বছরে 38,000 কোটি টাকা মানিটাইজ করা হবে। এবং আরও 15 হাজার কোটি টাকার বন্ড‌ও জারি করা হবে।

আরও পড়ুন : 4,000 টাকা সস্তা হল Honor 20i, এখন মাত্র 10,999 টাকা দামে পাওয়া যাবে এই অসাধারণ ট্রিপল ক‍্যামেরা ফোন

অন‍্যদিকে BSNL কিছু দিন আগে 998 টাকার একটি ডেটা স্পেশাল ট‍্যারিফ ভাউচার লঞ্চ করেছিল। এই প্ল‍্যানটি শুধুমাত্র কেরলের জন্য কার্যকর করা হয়। এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 210 দিন। অর্থাৎ পুরো ভ‍্যালিডিটি পিরিয়ডে ইউজাররা মোট 420 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন।

এই 998 টাকার প্রিপেইড প্ল‍্যানটি সাবস্ক্রাইব করলে ইউজারদের প্রথম দুই মাসের জন্য পার্সোনালাইজড রিং ব‍্যাক টোনের বেনিফিট‌ও দেওয়া হবে। BSNL এর এই প্ল‍্যানটি একটি ডেটা এসটিভি হ‌ওয়ায় এই প্ল‍্যানে কল বা এস‌এম‌এস বেনিফিট পাওয়া যায় না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here