4,000 টাকা সস্তা হল Honor 20i, এখন মাত্র 10,999 টাকা দামে পাওয়া যাবে এই অসাধারণ ট্রিপল ক‍্যামেরা ফোন

Honor এই বছর ভারতীয় মার্কেটে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচযুক্ত স্মার্টফোন Honor 20i লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয় এবং ফোনটি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। ইউজারদের খুশি করার জন্য কোম্পানি এবার Honor 20i এর দাম কমানোর ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে Honor 20i এর দাম একবারে 4,000 টাকা কমানো হবে, যার ফলে এই অসাধারণ ফোনটি মাত্র 10,999 টাকার বিনিময়ে সেল করা হবে।

আরও পড়ুন : 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S1 Pro

Honor এর পক্ষ থেকে জানানো হয়েছে যে Honor 20i এর দামে বড়সড় প্রাইস কাট করা হচ্ছে। কোম্পানি ফোনটির দাম সরাসরি 4,000 টাকা কমিয়ে দিয়েছে এবং এর ফলে ফোনটি এখন থেকে মাত্র 10,999 টাকা দামে বিক্রি করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Honor 20i এর মিডনাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টের প্রাইস কাট করা হয়েছে এবং এই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। অন‍্যদিকে Honor 20i এর ফ‍্যান্টম ব্লু কালার ভেরিয়েন্টে এই দুটি ওয়েবসাইটে 11,999 টাকা দামে বেচা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই স্কীম আগামী 30 নভেম্বর পর্যন্ত কার্যকর।

Honor 20i

Honor 20i তে 6.21 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এতে অক্টাকোর কিরিন 710 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটির তিনটি কালার ভেরিয়েন্ট পেশ করা হয়েছে যা 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত।

আরও পড়ুন : 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme X2 Pro, সমস‍্যায় পড়বে OnePlus

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা 24 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য Honor 20i তে 3,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে 4জি ভিওএলটিই, ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ ভার্সন 4.2, জিপিএস, মাইক্রোইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনে ফেস আনলক ফিচার‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here