Reliance Jio সেপ্টেম্বরে পেল 69 লক্ষ নতুন গ্ৰাহক, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

ভারতীয় টেলিকম সেক্টরে পা রাখার পর থেকে Reliance Jio একের পর এক রেকর্ড গড়ে চলেছে। প্রত‍্যেক মাসেই কোম্পানির সঙ্গে বিপুল সংখ্যক নতুন গ্ৰাহক জুড়ে চলেছে, এর থেকেই কোম্পানির অগ্ৰগতি সম্পর্কে ধারণা করা যায়। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে গত সেপ্টেম্বর মাসে Jio অন‍্যান‍্য সমস্ত টেলিকম কোম্পানির থেকে বেশি গ্ৰাহক পেয়েছে।

আরও পড়ুন : Nokia 2.2 এর দাম কমল 1,000 টাকা, এখন মাত্র 5,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

Jio ছাড়া অন‍্যান‍্য কোম্পানির সাবস্ক্রাইবারের সংখ্যা কমতে দেখা গেছে। রিপোর্টে বলা হয়েছে Jio এই বছর অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর মাসে মোট 69,93 লক্ষ নতুন গ্ৰাহক পেয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের পক্ষ থেকে এই রিপোর্ট জারি করা হয়েছে। Jio ছাড়া অন‍্যান‍্য কোম্পানির মধ্যে Vodafone Idea 25.7 লক্ষ গ্ৰাহক হারিয়েছে। অন‍্যদিকে Bharti Airtel এর‌ও 23.8 লক্ষ গ্ৰাহক হাত ছাড়া হয়েছে।

নতুন হিসাব অনুযায়ী Jio এর বর্তমান মোট সাবস্ক্রাইবার সংখ্যা 35.52 কোটি। অন‍্যদিকে দেশের সরকারি টেলিকম কোম্পানি MTNL ও সেপ্টেম্বরে 8,717 গ্ৰাহক হারিয়েছে। Jio ছাড়া আরও একটি কোম্পানি আছে যার গ্ৰাহক সংখ‍্যা বৃদ্ধি পেয়েছে, সেটা হল BSNL। সেপ্টেম্বর মাসে BSNL 7.37 লক্ষ নতুন গ্ৰাহক পেয়েছে।

আরও পড়ুন : 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S1 Pro

প্রসঙ্গত জানিয়ে রাখি কয়েক দিন আগেই Vodafone Idea ও Airtel ঘোষণা করেছে যে তারা ডিসেম্বরের 1 তারিখ থেকে তাদের প্ল‍্যানের দাম বাড়াতে চলেছে। এই ঘোষণার পর Reliance Jio এর পক্ষ থেকে জানানো হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে জিওর ট‍্যারিফ প্ল‍্যানের দাম বাড়ানো হবে, তবে কোম্পানির পক্ষ থেকে নতুন দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। টেলিকম সেক্টরে ক্রমাগত ক্ষতির সম্মুখীন হ‌ওয়ায় জিও কিছু দিন আগে অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কলিঙের জন্য আলাদা ভাবে আইইউসি ভাউচার পেশ করেছিল। এবার কোম্পানি ট‍্যারিফের দাম বাড়াতে চলেছে। ইউজাররা কোম্পানির একের পর এক এরকম সিদ্ধান্তে কিছুটা নিরাশ হয়েছে বলা চলে।

রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিওর সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু তাও কোম্পানিকে ক্রমাগত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। শুধু এটুকুই নয়, মার্কেটে কোম্পানির পারফরম্যান্সের একক এভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) এর ক্ষেত্রেও জিও ভোডাফোন – আইডিয়া ও ভারতি এয়ারটেলের থেকে পিছিয়ে আছে।

আরও পড়ুন : 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme X2 Pro, সমস‍্যায় পড়বে OnePlus

প্রসঙ্গত জানিয়ে রাখি ভোডাফোন – আইডিয়া ও এয়ারটেলের ট‍্যারিফ বাড়ানোর জন্য কোম্পানি সরকারের জারি করা AGR কে দায়ী করেছে। তবে এটা সত্যি যে এই তিনটি কোম্পানিকে বড়সড় অঙ্কের কর মেটাতে হবে। কিছু দিন আগে সুপ্রিম কোর্ট ভোডাফোন – আইডিয়াকে সমন্বিত স্থূল রাজস্ব (AGR) হিসেবে মোট 44,200 কোটি টাকা তিন মাস অর্থাৎ 90 দিনের মধ্যে জমা করার আদেশ দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here