ভারতে উৎসবের মরশুম শুরু হতে না হতেই বিভিন্ন শপিং সাইটের মতোই দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে দুর্গাপূজা এবং দীপাবলির আগে গ্ৰাহকদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। BSNL তাদের এই অফারটি Dussehra and Diwali Offers 2021 নামে পেশ করেছে। বিএসএনএল ইউজাররা আজ অর্থাৎ 7 অক্টোবর 2021 থেকে শুরু করে আগামী 6 নভেম্বর 2021 পর্যন্ত এই আকর্ষণীয় Dussehra and Diwali Offers 2021 অফারটি উপভোগ করতে পারবেন। এই অফার অনুযায়ী গ্ৰাহকদের অ্যাডিশনাল ভ্যালিডিটি এবং ফ্রি অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।
BSNL এর এইসব প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা ভ্যালিডিটি
BSNL এর এই অফার STV 247 টাকা, STV 398 টাকা, PV 485 টাকা, STV 499 টাকা এবং PV 1999 টাকার প্ল্যানের ক্ষেত্রে কার্যকর। আবার STV 247 টাকা, STV 398 টাকা, STV 499 টাকা, PV 85 টাকা এবং PV 1999 টাকার প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির 247 টাকা এবং 398 টাকার প্ল্যানে 5 দিন এক্সট্রা ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এছাড়া PV 1999 টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি।
BSNL এর এইসব প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা ডেটা
অ্যাডিশনাল ভ্যালিডিটি ছাড়া কোম্পানি আলাদা ভাবে অতিরিক্ত ডেটাও দিচ্ছে। কোম্পানির STV 499 প্ল্যানে 1GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে সাধারণত 2GB/day ডেটা পাওয়া যায়। অফারে এতে অতিরিক্ত 1GB/day দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন রিচার্জ করলে এই প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যাবে। এছাড়া PV 485 প্ল্যানে অতিরিক্ত 0.5GB ডেটা পাওয়া যাচ্ছে।
বিনামূল্যে 4G SIM
সরকারি টেলিকম কোম্পানি BSNL কিছু দিন আগে গ্ৰাহকদের বিনামূল্যে 4জি সিম কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ফ্রি সিম কার্ডের অফার আগামী 31 ডিসেম্বর 2021 পর্যন্ত চলবে। জানিয়ে রাখি এর আগেও কোম্পানি এই ধরনের অফার চালু করেছিল। যেসব গ্ৰাহক 100 টাকা বা ততোধিক দামের প্রথম রিচার্জ করাবেন শুধুমাত্র তারাই এই প্ল্যানটি উপভোগ করতে পারবেন। এই মুহুর্তে কোম্পানি শুধু কেরল সার্কেলে বিনামূল্যে সিম দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি দেশের অন্যান্য সার্কেলেও এই সুবিধা পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন