সম্প্রতি ভারতের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের মোবাইল ট্যারিফের বাড়িয়েছে। বর্তমানে Mukesh Ambani এর Reliance Group দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) পরিচালনা করছে। কিন্তু রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর এটি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। TRAI এর রিপোর্ট অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর মাসে 7.9 million অর্থাৎ 79 লক্ষ ইউজাররা জিও নাম্বার বন্ধ করে দিয়েছে।
Telecom Regulatory Authority of India অর্থাৎ ট্রাই তাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সম্পর্কিত রিপোর্ট শেয়ার করেছে, এই রিপোর্টের মাধ্যমে সেপ্টেম্বরের ডেটা জানানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে কোন কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কোনটি লাভবান হয়েছে। TRAI রিপোর্ট অনুযায়ী গত মাসে মোবাইল ইউজাররা Jio, Airtel এবং Vi বন্ধ করে, সরকারি কোম্পানি BSNL এ পোর্ট করিয়েছে।
কোন কোম্পানির কত ক্ষতি?
TRAI রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে রিলায়েন্স জিও প্রায় 79.7 লক্ষ্য সাবস্ক্রাইবারের সংখ্যা কমে গেছে। অর্থাৎ এইসব ইউজাররা তাদের Jio সিম বন্ধ করে দিয়েছে। সাবস্ক্রাইবার বেস কমার ক্ষেত্রে জিওর পর Airtel এর নাম রয়েছে, অর্থাৎ প্রায় 14.3 লক্ষ্য সাবস্ক্রাইবার সিম বন্ধ করে দিয়েছে। একইরকম সমস্যার সম্মুখীন হয়েছে Vi (ভোডাফোন আইডিয়া), এই কোম্পানিও প্রায় 15 লক্ষ্য ইউজার হারিয়েছে।
BSNL এ পোর্ট করাচ্ছে ইউজাররা
একদিকে যেমন রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই এর মতো বেসরকারি কোম্পানিগুলির ইউজারদের সংখ্যা কমে গেছে, অন্যদিকে সেপ্টেম্বর মাসে প্রায় 8.5 লক্ষ্য নতুন গ্রাহক দেশের একমাত্র সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ পোর্ট করিয়েছে। খুব স্বাভাবিকভাবেই ইউজাররা বিএসএনএলের ওপর ভরসা করছেন এবং এই কোম্পানিতে নাম্বার পোর্ট করাচ্ছেন, ফলে কোম্পানির সাবস্ক্রাইবার বেস ক্রমশ বেড়ে চলেছে।
কেন BSNL পছন্দ করছেন গ্রাহকরা?
বর্তমানে মোবাইল ইউজাররা BSNL কে একটি অপশন হিসাবে দেখতে শুরু করেছেন। কারণ কলিং বা ডেটা না ব্যবহার করলেও, Jio এবং Airtel সিম চালু রাখতে গেলে বেশি টাকার রিচার্জ করতে হয়, কিন্তু BSNL সিম কম খরচে চালু রাখা যায়।
যেসব ইউজাররা ফিচার ফোন ব্যবহার করেন বা ফোন শুধুমাত্র কন্টেন্টের জন্য নয়, বরং শুধুমাত্র কল রিসিভ করার জন্য ব্যবহার করেন, তাদের জন্য BSNL এর সস্তা প্ল্যান জিওর মতো কোম্পানিগুলির থেকে ভাল অপশন হিসেবে দেখা যাচ্ছে।
সাধারণ ফোন ইউজারদের জন্যও Jio এবং Airtel-এর থেকে BSNL এর নম্বর ব্যাবহার করার ক্ষেত্রে অনেকটাই কম খরচ হয়। এই কোম্পানির মাধ্যমে তুলনামূলকভাবে কম খরচে ভালো সুবিধা পাওয়া যায়, এর মধ্যে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানও রয়েছে।
সরকার দ্রুত BSNL নেটওয়ার্ক আরও ভালো করার জন্য দ্রুত কাজ করছে। আগামী বছর অর্থাৎ 2025 সালের মধ্যে BSNL 5G নেটওয়ার্ক সার্ভিস চালু হয়ে যেতে পারে। কোম্পানির পক্ষ থেকে দেশ জুড়ে 4G এবং 5G সার্ভিস চালু করার ঘোষণার পর থেকেও, ইউজাররা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানিগুলি থেকে BSNL এ পোর্ট করাচ্ছে।