জিও, এয়ারটেল আথ ভোডাফোন আইডিয়ার বিগত দিনে লঞ্চ করা বিনা ডেলি ডেটা লিমিটের প্ল্যানকে প্রতিযোগিতা দিতে সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 447 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যান 100GB হাই-স্পিড ডেটার সাথে আসে আর এই প্ল্যানে কোনো রকমের ডেলি ডেটা লিমিট নেই। অর্থাৎ আপনি এই প্ল্যানে পাওয়া ডেটা একসাথেই ব্যবহার করতে পারবেন। এছাড়া BSNL 247 টাকার STV আর 1,999 টাকা দামের প্রিপেইড প্ল্যানে কিছু বদল করেছে। কোম্পানি এই দুটি প্ল্যানে ডেলি ইউজ লিমিট সরিয়ে দিয়েছে। আসুন আগে আপনাকে বিএসএনএলের 447 টাকার প্ল্যান সম্পর্কে বিস্তারে তথ্য জানাই।
BSNL এর 447 টাকার প্ল্যান
যদি কথা বলা হয় বিএসএনএলের 447 টাকার প্ল্যানের তাহলে এই রিচার্জের বৈধতা 60 দিনের। আবার এই প্ল্যানে ডেটার জন্য কোনো ডেলি লিমিট নেই। অর্থাৎ গ্রাহকরা চাইলে যেকোনো দিন 100 জিবি ডেটা খরচ করতে পারে। এটুকুই না বিএসএনএলের প্ল্যানে 100 এসএমএস প্রতিদিন আর ফ্রি কলিং এর লাভ পাবেন। ফ্রি কলিং ছাড়া এই রিচার্জে BSNL Tunes এবং Eros Now এন্টারটেইনমেন্ট সার্ভিসও পাবেন।
শোনা যাচ্ছে যে বিগত দিনে জিও আর এয়ারটেলও 447 টাকার প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেলও 456 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। আগে একটি নতুন পোস্টে আমরা আপনাকে এই কোম্পানি গুলির প্ল্যানের তুলনা করে এটি বলার চেষ্টা করবো যে কোন কোম্পানির প্ল্যান বেস্ট।
BSNL এর 699 টাকার প্ল্যান
মনে করিয়ে দিই যে বিএসএনএল বিগত দিনে নিজের 699 টাকার প্রোমোশনাল প্ল্যানের ভ্যালিডিটি আরো একবার বাড়িয়ে দিয়েছে। প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি অফারকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এই প্ল্যানে 0.5 জিবি ডেলি ডেটা দেওয়া হবে। এছাড়া রিচার্জে আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস প্রতিদিন পাওয়া যাবে। এইটুকুই না এই প্ল্যানের বৈধতা 180 দিনের। অথচ সেপ্টেম্বর 2021 এর পরে ভ্যালিডিটি আবার 160 দিনের হয়ে যাবে।
BSNL এর এই ইউজার্সরা ফ্রিতে 4G সিম পাবে
আপনাকে বলে দিই যে বিগত দিনে কোম্পানি 4G সিমের অফার পেশ করেছিল। অথচ এই অফার কেবল মাত্র সেই ইউজার্সদের দেওয়া হবে যারা হয়তো অন্য অপারেটর থেকে মোবাইল নাম্বার পোর্টাবিলিটির মাধ্যমে BSNO এ সুইচ করেছে অথবা নতুন বিএসএনএলের গ্রাহক হয়েছে।
এছাড়া যারা নতুন এবং MNP ইউজার সিম নেবে তাদের প্রথম রিচার্জ কম করে 100 টাকা করাতে হবে। BSNL অফিসিয়ালি একটি বয়ানে বলেছে যে 1 জুলাই 2021 থেকে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত ফ্রি 4G সিম কার্ডের অফার পেশ করছে তারা। এর মাধ্যমে তারা নিজের মান্থলি সিম সেল, ইউজার বেস আর রেভিনিউ বাড়াতে পারবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন