Reliance Jio কয়েক দিন আগে তাদের বেশি ডেটা ব্যাবহারকারী ইউজারদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করেছিল। কোম্পানির এই 222 টাকা দামের প্ল্যানের নাম রাখা হয় Football World Cup Data Pack। বর্তমানে এই প্ল্যানটি নিয়ে প্রচুর আলোচনা চলছে ঠিকই, তবে অনেকেই জানেন না সরকারি টেলিকম কোম্পানি BSNL এর 198 টাকা দামের প্ল্যানে এর থেকে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। বেশি বেনিফিট ছাড়াও এই প্ল্যানটি জিওর প্ল্যানের তুলনায় 24 টাকা সস্তা। চলুন এক নজরে দেখে নেওয়া জ্যাক এই দুটি প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারিযুক্ত এই ফোনের দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম
BSNL-এর 198 টাকা দামের ডেটা প্যাক
BSNL এর 198 টাকা দামের প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি করে হাই স্পীড ইন্টারনেট ডেটা দেওয়া হয়। এই লিমিট শেষ হয়ে গেলে স্পীড কমে 40Kbps হয়ে যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 40 দিন। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 80GB হাই স্পীড ডেটা উপভোগ করতে পারবেন। জিওর মতোই এই প্ল্যানেও ভয়েস কলের সুবিধা দেওয়া হয় না। তবেএই প্ল্যানে Lokdhun এর সঙ্গে Bundling of Challenges Arena Mobile Gaming Service on Progressive Web App (PWA) এর বেনিফিট পাওয়া যায়।
Hio -এর 222 টাকা দামের ডেটা প্যাক
জিও এর 222 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। এই প্ল্যানে ইউজারদের মোট 50GB ডেটা দেওয়া হয়। উক্ত 50GB ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমে 64Kbps হয়ে যায়। জে কোনো বেসিক প্ল্যানের সঙ্গেই এই প্ল্যানটি ব্যাবহার করা যায়। এছাড়া এই রিচার্জে অন্য কোনো বেনিফিট পাওয়া যায় না। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল BMW এর প্রথম ইলেকট্রিক স্কুটারের ঝলক, ভারতে রাজত্ব করবে এই ই-স্কুটার
উপসংহার
উপরোক্ত উভয় প্ল্যানের দাম এবং সমস্ত বেনিফিটে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায় এর মধ্যে BSNL এর প্ল্যানটি বেশি এগিয়ে আছে। তবে মনে করিয়ে দিই ইতিমধ্যে ভারতে জিওর 5G সার্ভিস শুরু হয়ে গেছে, অথচ কোম্পানির 222 টাকা দামের প্ল্যানে 4G ডেটাই পাওয়া যাবে। অন্যদিকে BSNL এর এখনও পর্যন্ত 4G পরিষেবাও চালু হয়নি। তাই স্পিডের দিক থেকে কিছুটা সমস্যা হতেই পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন