সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) অন্যান্য প্রাইভেট কোম্পানির থেকে এগিয়ে মোবাইল ফোন ইউজারদের অনেক বড় সুবিধা দিতে চলেছে। বিএসএনএল বায়ুপথে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যাবস্থা করতে চলেছে। এর জন্য বিএসএনএল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের থেকে ইন ফ্লাইট ও মেরিটাইম কানেক্টিভিটি (আইএফএমসি) এর লাইসেন্স পেয়ে গেছে।
পাবজি খেলতে বাধা দেওয়ায় গলায় দড়ি দিল 16 বছরের ছেলে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী গ্লোবাল মোবাইল স্যাটেলাইট কমিউনিকেশন প্লেয়ারস ইনমারসেট একটি বয়ানে বলেছে, “লাইসেন্সের জন্য ইন্ডিয়ান কানেক্টিভিটি মার্কেটে ইনমারসেটের দৌলতে পরিষেবা শুরু করার দিকে একটি বড় পদক্ষেপ হবে।”
বায়ুপথের সঙ্গে জলপথেও পাওয়া যাবে পরিষেবা
বিএসএনএল আআএফএমসি পরিষেবার অফার স্বীকৃতি দিয়েছে, যেখানে ইনমারসেট গ্লোবাল এক্সপ্রেস, স্কিপ্টব্রডব্যান্ড ও ফ্লিটব্রডব্যান্ডের মতো সার্ভিস আছে। ভারতীয় আকাশে আসা বিদেশি এয়ারলাইন্স ও ভারতীয় জলভাগে ঘোরাফেরা শিপিং কোম্পানিগুলি এর সুবিধা পাবে। অর্থাৎ বায়ুপথের মতোই জলপথেও পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা।
এপ্রিলে ভারতে লঞ্চ হবে এই 9টি দুর্দান্ত স্মার্টফোন
প্রসঙ্গত এতদিন ভারতীয় বায়ুপথে চলা বিমানে ওয়াইফাই পাওয়া যেত না। অপরদিকে অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইট যেমন জিএক্স এভিয়েশন কাতার এয়ারবেস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এয়ার নিউজিল্যান্ড তাদের যাত্রীদের ওয়াইফাই পরিষেবা দেয়। এর জন্য এইসব ফ্লাইটে ইনমারসেট জিএক্স এভিয়েশন সার্ভিস ব্যবহার করা হয়।
এবিষয়ে বিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব বলেন, “বিএসএনএল ও ইনমারসেট একসাথে এব্যাপারে দীর্ঘদিন ধরেই কাজ করছে এবং এবার এই সম্পর্ক আরও জোরালো হবে। এই পার্টনারশিপ এবার জিএসপিএস থেকে জিএক্স সার্ভিস পর্যন্ত ছড়িয়ে পড়েছে।”
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন