ফিরে এল BSNL এর এই অসাধারণ  প্ল‍্যান, পাওয়া যাবে প্রতিদিন 3 জিবি ডেটা

বর্তমানে ভারতীয় টেলিকম সেক্টরের সমস্ত প্রাইভেট কোম্পানিগুলিকে সমান তালে টেক্কা দিয়ে চলা সরকারি কোম্পানি BSNL তাদের একটি পুরোনো প্রিপেইড প্ল‍্যান আবার নতুন করে পেশ করল। যদিও কোম্পানির কাছে আগে থেকেই অনেকগুলি প্রিপেইড প্ল‍্যান আছে। এবার কোম্পানি তাদের কিছু দিন আগে ডিসকন্টিনিউ করা প্রিপেইড প্ল‍্যান প্ল‍্যান আবার লঞ্চ করল। এই প্ল‍্যানটির দাম 1,999 টাকা এবং এর ভ‍্যালিডিটি এক বছর। এছাড়া কোম্পানি 399 টাকার প্ল‍্যান‌ও রিভাইসড করেছে। 

আরও পড়ুন : গীকবেঞ্চে লিস্টেড হল Samsung এর দুর্দান্ত ফোন Galaxy Note 10 Lite, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

কোম্পানি তাদের 1,999 টাকায় প্ল‍্যানটি 365 দিনের জন্য পেশ করেছে। এই প্ল‍্যানটি রিচার্জ করলে গ্ৰাহকদের প্রতিদিন 250 মিনিট টকটাইম, 3 জিবি ডেটা, আনলিমিটেড কলার টিউন চেঞ্জের সঙ্গে ফ্রি PRBT ও 365 দিনের জন্য SonyLIV সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যায়।

BSNL 1,999 টাকার প্রিপেইড প্ল‍্যান পেশ করার সঙ্গে সঙ্গে তাদের 399 টাকা দামের প্ল‍্যানে কিছু পরিবর্তন করেছে। এই প্ল‍্যানটি রিচার্জ করলে গ্ৰাহকদের 80 দিনের ভ‍্যালিডিটিসহ প্রতিদিন 1 জিবি ডেটা ও 100টি এস‌ঐম‌এসের সঙ্গে ফ্রি PRBT এর মতো সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন : ভারতে 5 ডিসেম্বর লঞ্চ হবে Nokia Smart TV

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কিছু দিন আগে দূরসঞ্চার বিভাগ (DoT) এর কাছে ভারতী এয়ারটেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। BSNL এর কথা অনুযায়ী সুনীল মিত্তালের ফার্ম তাদের হুমকি দিয়েছে যে BSNL যদি টাটা টেলিকম ও এয়ারটেলকে মার্জড অর্থাৎ মিলিত কোম্পানির মান‍্যতা না দেয় তবে BSNL গ্ৰাহকদের কল ডিসকানেক্ট করে দেওয়া হবে।

তবে এখনও পর্যন্ত DoTও ভারতী এয়ারটেল ও ভারতী হেক্সাকমে টাটা টেলিসার্ভিসেজের মোবিলিটি বিজনেস যোগ করার রেকর্ড যুক্ত করেনি। এয়ারটেলের থেকে 30 অক্টোবরের চিঠি পাওয়ার পর BSNL লেখে, “DoT এর থেকে গাইডলাইন পাওয়ার দরকার আছে, কারণ কোম্পানি ও তাঁর গ্ৰাহক উভয়ই সংকটের মুখে দাঁড়িয়ে।’

আরও পড়ুন : লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন

এই ঘটনায় এয়ারটেলের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “DoT কে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।” আর‌ও বলা হয় যে, “রেজিস্টার অফ কোম্পানিও এই বিষয়টি রেকর্ড করেছে। তারা কর্পোরেট পরিচালনা এবং সম্মতিকে মান‍্যতা দিয়েছে।” 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here