BSNL-এর এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটাসহ পাবেন একাধিক সুবিধা, দাম 500 টাকারও কম

Highlights

  • BSNL-এর এই প্ল্যানের দাম 499 টাকা।
  • এই প্ল্যানে দৈনিক 2GB ডেটা এবং মোট 150GB ডেটা পাওয়া যাচ্ছে।
  • এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিংও দেওয়া হচ্ছে।

BSNL-এর বেশ কয়েকটি প্ল্যান রয়েছে যা লো বাজেটে দুর্দান্ত সুবিধা দেয়। এইদিক থেকে প্রিপেড রিচার্জের ক্ষেত্রে BSNL অনেক এগিয়ে রয়েছে। আজকে আপনাদের এমন একটি BSNL প্রিপেড রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো, যেখানে আপনারা 75 দিনের ভ্যালিডিটিসহ একাধিক অফার পাবেন। এই প্ল্যানটির দাম 500 টাকারও কম। আরও পড়ুন: HP, Bharat Petroleum এবং Indane গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে বুক করুন সিলিন্ডার, জেনে নিন পদ্ধতি

BSNL-এর 499 টাকার প্ল্যান

  • SMS, Data এবং Free Calling
  • মোট 150GB ডেটা

এখন আপনাদের যেই প্ল্যানের কথা বলছি সেটা হল BSNL-এর 499 টাকার একটি হল STV (স্পেশাল ট্যারিফ ভাউচার)। এই প্ল্যানের সাথে, ইউজাররা আনলিমিটেড কলিং, দৈনিক 100টি SMS এবং 2GB ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে আপনারা 75 দিনের ভ্যালিডিটি পাবেন। সেই হিসেবে মোট 150GB ডেটা পাবেন।

OTT সাবস্ক্রিপশন

  • Benefits of Xing App
  • 15 টিরও বেশি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট

এই প্ল্যানে ইউজাররা Zing সাবস্ক্রিপশন এর সুবিধাগুলিও উপভোগ করার সুযোগ পাবেন। Zing অ্যাপটি একটি লাইভ স্ট্রিমিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক ধরনের কন্টেন্ট লাইভ স্ট্রিম করতে পারবেন। এই অ্যাপটিতে 15 টিরও বেশি ভাষার সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

যদি BSNL-এর 4G নেটওয়ার্ক আরও ভাল ফ্রিকোয়েন্সি এবং স্পিড পায় তাহলে এর চেয়ে ভাল এবং লাভজনক রিচার্জ প্ল্যান আর নেই। BSNL সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করার জন্য কাজ করছে। তবে 4G নেটওয়ার্ক রোলআউটের সাথে BSNL এর ইউজার সংখ্যাও বৃদ্ধি পাবে এবং লোকসানও কমবে।

নোট : এই প্ল্যানটি বর্তমানে রাজস্থান সার্কেলের জন্য উপলব্ধ। অন্যদিকে, আপনি যদি অন্য সার্কেলে BSNL নম্বরটি ব্যবহার করেন, তাহলে এই প্ল্যানটি রিচার্জ করার আগে কাস্টমার কেয়ারে ফোন করে এই রিচার্জটি আপনার সার্কেলে ভ্যালিড কি না সেটা জেনে নেবেন। আরও পড়ুন: 4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হল Vivo Y16 এবং Vivo Y22 এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here