BSNL ইউজাররা এই ধরনের SMS থেকে সাবধান, সর্বস্বান্ত হতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট

যুগের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন যত নতুন নতুন প্রযুক্তি বাড়ছে ততই বাড়ছে অনলাইন জোচ্চুরির নতুন নতুন পদ্ধতি। অনলাইন ফ্রডের দল প্রায়ই নতুন কোনো উপায় বার করে সাধারণ মানুষদের ঠকিয়ে চলেছে। সাধারণ মানুষদের যাতে এই ধরনের কোনো প্রতারণার শিকার হতে না হয় তাই সরকার এবং ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ প্রায়ই সতর্ক করে এবং বোঝানোর চেষ্টা করে কিভাবে এদের হাত থেকে বাঁচা যায়। এবার এই ধরনের সাইবার হ‍্যাকাররা BSNL ইউজারদের নিশানা করতে শুরু করেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী নতুন ব‍্যাঙ্কিং ফ্রডরা দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL ইউজারদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার চেষ্টা করছে। এর থেকে বাঁচার জন্য সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের ইউজারদের এই SMS ফ্রড সম্পর্কে সতর্ক করেছে।

আরও পড়ুন: ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস

সতর্ক করেছে কোম্পানি

দেশের সরকারের অধীনে থাকা টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের গ্ৰাহকদের এস‌এম‌এস ফ্রড সম্পর্কে সতর্ক করে একটি নোটিশ জারি করেছে। কোম্পানি তাদের গ্ৰাহকদেরকে এইসব জোচ্চোরদের সঙ্গে কোনো রকম ব‍্যাক্তিগত তথ্য শেয়ার করতে বারণ করেছে। এই ধরনের ঠগের দল গ্ৰাহকদের বিএস‌এন‌এল কর্মচারীর নাম করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে।

ম‍্যাসেজে কি লেখা আছে?

বর্তমানে KYC এর নাম করে গ্ৰাহকদের ম‍্যাসেজ করা হচ্ছে এবং এখানে পার্সোনাল ডিটেইলস চাওয়া হচ্ছে। আরও বলা হচ্ছে কেওয়াইসি ডিটেইলস না থাকলে গ্ৰাহকদের সিম সাসপেন্ড পর্যন্ত হতে পারে। গ্ৰাহকদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য এস‌এম‌এসের মাধ্যমে কেওয়াইসি ও এই ধরনের ম‍্যাসেজ সংক্রান্ত অভিযোগ সামনে আসায় কোম্পানির টনক নড়েছে।

আরও পড়ুন: আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির

কেমন হয় ফ্রড SMS?

এইসব স্প‍্যাম এস‌এম‌এসের সেন্ডারের নামের জায়গায় CP-SMSFST, AD-VIRINF, CP-BLMKND ও BP-ITLINN এই ধরনের নাম লেখা থাকছে। সবার আগে টেলিকম টক ওয়েবসাইট এই রিপোর্ট পেশ করে।

ম‍্যাসেজ দেখে চিন্তিত হবেন না

কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ এই ধরনের কোনো এস‌এম‌এস পাঠাচ্ছে না। তাই এইসব এস‌এম‌এসে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। অন‍্যথায় কিছু সাইবার ক্রিমিনালের হাতে চলে যাবে ইউজারদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা।

আরও পড়ুন: 6.5 ইঞ্চির স্ক্রিন এবং MediaTek Helio চিপসেটের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ডস

জানিয়ে রাখি এই এস‌এম‌এসের মাধ্যমে চলতে থাকা জোচ্চুরির অবস্থা দেখে দিল্লি হাইকোর্ট TRAI কে TCCCPR জারি করার নির্দেশ দিয়েছে। TCCCPR এর মানে হল টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন। অবাঞ্ছিত এবং স্প‍্যাম এস‌এম‌এস ও কল আটকানোর জন্য এটি জারি করা হয়ে থাকে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here