এলজি লঞ্চ করল তিনটি নতুন স্মার্টফোন LG W41, W41+ ও W41 Pro, এই নন চাইনিজ ফোনে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

দক্ষিণ কোরিয়ার ব্র‍্যান্ড এলজি আজ ভারতে তাদের নতুন বাজেট ক‍্যাটাগরির ‘LG W41’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে LG W41, LG W41+ এবং LG W41 Pro নামের স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। স্পেসিফিকেশন ও ডিজাইনের দিক থেকে এই তিনটি ফোন অনেকটাই এক রকম। পার্থক্য শুধু র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রেই। উল্লেখ্য এই তিনটি ফোনেই 6.5 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরা সেট‌আপ পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন তিনটি ফোনের সমস্ত ডিটেইলস।

আরও পড়ুন: ডুয়েল সেলফি ও বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC এর সঙ্গে 3 মার্চ লঞ্চ হবে Vivo S9, লঞ্চের আগেই জেনে নিন সব কিছু

ডিজাইন

LG W41 সিরিজের তিনটি ফোনেই সেলফি ক‍্যামেরার জন্য একটি করে পাঞ্চ হোল কাট‌আউট যোগ করা হয়েছে। ফোনগুলির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এক‌ইভাবে ফোনগুলির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া এই সিরিজের প্রতিটি ফোনে একটি করে গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন রয়েছে।

স্পেসিফিকেশন

কোম্পানির LG W41, LG W41+ এবং LG W41 Pro ফোনগুলির স্পেসিফিকেশন একদম এক রকম। যেমন, তিনটি ফোনেই 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই তিনটি ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট আছে।

আরও পড়ুন: Redmi 9 Power এখন আরও শক্তিশালী, ভারতে এল 6GB RAM ভেরিয়েন্ট, জেনে নিন দাম

এই তিনটি ফোন‌ই অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও 4জি কানেক্টিভিটির সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। এই সিরিজের সবকটি ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনগুলিতে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য তিনটি ফোনেই 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

LG W41 সিরিজের প্রত‍্যেকটি ফোনে ফোটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া তিনটি ফোনেই সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন এবং স্ট‍্যান্ডার্ড কানেক্টিভিটি ফিচার যেমন ব্লুটুথ 5.0 ও ওয়াইফাই আছে। ফোনগুলির ডায়মেনশন 166.5 × 77.3 × 9.3 এম‌এম ও ওজন 201 গ্ৰাম।

আরও পড়ুন: 5G নয় 4G নেটওয়ার্কের সঙ্গে ভারতে আসছে POCO X3 Pro, জেনে নিন মার্চের কোন দিন লঞ্চ

দাম

আগেই বলা হয়েছে LG W41 সিরিজের তিনটি ফোনের একমাত্র তফাৎ এদের র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রে। এই সিরিজের প্রাথমিক দাম শুরু 13,490 টাকা থেকে। তবে এখনও পর্যন্ত কোম্পানি সবকটি মডেলের আলাদা আলাদা দাম জানায়নি। তবে জানা গেছে LG W41 এ 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এক‌ইভাবে LG W41+ এবং LG W41 Pro তে যথাক্রমে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here