6.5 ইঞ্চির স্ক্রিন এবং MediaTek Helio চিপসেটের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ডস

টেক কোম্পানি HTC আজ আন্তর্জাতিক মার্কেটে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের HTC Wildfire সিরিজে এই নতুন ফোনটি HTC Wildfire E3 নামে লঞ্চ করেছে। এর আগে গত মাসে কোম্পানির পক্ষ থেকে HTC Wildfire E Lite নামের স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। Wildfire E Lite এর মতোই কোম্পানি তাদের নতুন HTC Wildfire E3 ফোনটিও লো বাজেটে পেশ করেছে। আপাতত এই ফোনটি শুধু রাশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ বা সেল সম্পর্কে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে আগামী দিনে ফোনটি ভারতে সেল করা হবে, যদিও এবিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

HTC Wildfire E3 এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন HTC Wildfire E3 তে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম রয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। 4 জিবি র‍্যামের সঙ্গে এতে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটি পলিকার্বনেট বডির সঙ্গে পেশ করা হয়েছে এবং HTC Wildfire E3 এর ডায়মেনশন 165.7 × 76.57 × 8 এম‌এম ও ওজন 186 গ্ৰাম।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ক‍্যামেরা 1080 পিক্সেল রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

আরও পড়ুন: স‍্যামসাং প্রেমীদের জন্য ঝটকা, দাম বাড়ল মাত্র 6,999 টাকা দামের Samsung Galaxy M02 এর, জেনে নিন নতুন দাম

HTC Wildfire E3 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 10 ওয়াট চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়াও এতে ডুয়েল সিম স্লট, 4G VoLTE, WIFI, ব্লুটুথ 4.2, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

দাম ও সেল

রাশিয়াতে HTC Wildfire E3 ফোনটি 150 ইউরো (প্রায় 13,000 টাকা)দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে। রাশিয়ার বাইরে অন‍্যান‍্য মার্কেটে ফোনটির সেল সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here