WhatsApp খুব শীঘ্রই ভারতে নিজের পেমেন্ট ফিচার Whatsapp Pay কে বাড়ানোর জন্য ক্যাশব্যাক অফার দেওয়ার প্ল্যানিং করছে। WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপ চলতি দিনে নিজের প্ল্যাটফর্মে পেমেন্ট করলে ইউজারদের ক্যাশব্যাক দেওয়ার ফিচার টেস্ট করছে। এই ফিচারটি আপাতত টেস্টিং ফেজে আছে যা এখন কিছু ইউজারদের মাঝে করা হচ্ছে। হয়তো আগামী দিনে হোয়াটসঅ্যাপের ক্যাশব্যাক অফার খুব শীঘ্রই ইউজারদের জন্য পেশ করা হবে।
কি এই WhatsApp Pay?
WhatsApp Pay একটি UPI বেস্ড ডিজিটাল পেমেন্ট ইন্টারফেস। কোম্পানি বিগত কিছু সময় ধরে এটিকে নিজের প্ল্যাটফর্মে যোগ করার জন্যে কাজ করছিল। হোয়াটসঅ্যাপ ভারতে আপাতত সব ইউজারদের কাছে এই পেমেন্ট ফিচারটি পৌছাতে পারেনি। ন্যাশনাল পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া (NPCI) আপাতত এটিকে 20 মিলিয়ন ইউজারের জন্যে পেমেন্ট পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে।
The Economic Times নিজের একটি রিপোর্টে বলেছে যে ভারতে ইউপিআই পেমেন্টে হোয়াটসঅ্যাপের শেয়ার অনেকটাই কম। এই রিপোর্টটি প্রকাশিত হওয়া পর্যন্ত (ফেব্রুয়ারি 2021) UPI এর মাধ্যমে করা মোট 6.7 বিলিয়ন অনলাইন পেমেন্টে হোয়াটসঅ্যাপের অংশিদারি মাত্র 1.6 মিলিয়নের ছিল। ভারতে UPI সার্ভিসে হোয়াটসঅ্যাপের অংশিদারি মাত্র 0.02 শতাংশ। এমতাবস্থায় ক্যাশব্যাক অফারের সাথে হোয়াটসঅ্যাপ নিজের মার্কেট শেয়ার বাড়ানোর চেষ্টা করছে। বলে দিই যে শুরুতে Google Pay এবং Phonepe ও ইউজারদের বহু ক্যাশব্যাক অফার দিয়েছিল।
হোয়াটসঅ্যাপ নিজের চ্যাট ইন্টারফেসে ইউজারদের একটি টাচেই পেমেন্ট ফিচার অফার করছে। এর সাথেই হোয়াটসঅ্যাপ ইউজারদের মাঝে প্রাইভেসি সম্বন্ধে নিজের পরিচিতি ভালো রাখার চেষ্টা করছে। বিগত দিনে বহুবার হোয়াটসঅ্যাপের উপরে ইউজারদের প্রাইভেসি শেয়ার করার আরোপ লাগানো হয়েছে। বলে দিই যে হোয়াটসঅ্যাপের মালিকানা ফেসবুকের কাছে আছে। আপাতত হোয়াটসঅ্যাপের ক্যাশব্যাক অফার সম্পর্কে বেশি কোনো তথ্য উপলব্ধ নেই।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন