লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন, দাম মাত্র 9699 টাকা। জেনে নিন ফিচার

ভারতে 5G Network দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে। বর্তমানে Airtel ও Jio 5G দেশের কোণায় কোণায় নেটওয়ার্ক পৌঁছাতে শুরু করেছে এবং এই একই উদ্দেশ্যে বিভিন্ন মোবাইল কোম্পানি একের পর এক 5জি ফোন পেশ করে চলেছে। গতকাল টেক ব্র্যান্ড আইটেল ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। itel P55 5G নামের এই ফোনটি মাত্র 9,699 টাকা দামে পেশ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট itel P55 5G সম্পর্কে বিস্তারিত জানানো হল।

সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন

itel P55 5G ফোনটির প্রাথমিক দাম 9,699 টাকা এবং এই দামের দৌলতে ফোনটি ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। ের আগে এই খেতাব ছিল 10,999 টাকা দামের Lava Blaze 5G এবং POCO M6 Pro 5G ফোনের নামে। এবার মাত্র 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হয়ে itel P55 5G ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হয়ে গেছে।

itel P55 5G এর দাম

ভারতে itel P55 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 9,699 টাকা। একইভাবে এই ফোনের বড় মডেল মাত্র 9,999 টাকা দামে 6GB RAM + 128GB মেমরি সহ পেশ করা হয়েছে। আগামী 4 অক্টোবর থেকে এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে Blue এবং Green কালারে সেল করা হবে।

5G এর ক্ষমতা

কোম্পানি তাদের itel P55 5G ফোনটি 10 5জি ব্যান্ডের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি Standalone (SA) এবং Non-Standalone (NSA) ডুয়েল মোড 5G সাপোর্ট করে। ের ফলে ভারতীয় টেলিকম কোম্পানিগুলির দ্বারা চালু করা 5G নেটওয়ার্ক এই ফোনে সহজেই ব্যাবহার করা যায়। এছাড়াও এই ফোনে Dual-Band Wi-Fi, Bluetooth এবং GPS ফিচার রয়েছে।

itel P55 5G এর স্পেসিফিকেশন

  • 6.6″ 90Hz Display
  • MediaTek Dimensity 6080
  • 6GB Memory Fusion
  • 50MP Dual Rear Camera
  • 18W Fast Charging
  • 5,000mAh Battery

স্ক্রিন: itel P55 5G ফোনটিতে 1612 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: itel P55 5G ফোনে মেমরি ফিউশন টেকনোলজি দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনটির 4GB RAM মডেলে এক্সট্রা 4GB virtual RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে 6GB virtual RAM যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে এতে ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel P55 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here