এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট

ভারতে প্রায়ই শোনা যায় চীনা প্রোডাক্ট বহিস্কার করা উচিত। চীনে তৈরি জিনিসপত্র ব‍্যবহার করা উচিত নয়, শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট‌ই ব‍্যবহার করা উচিত। যে যতই বলুক না কেন আসলে তো ভারতীয় টেক মার্কেট ক্রমাগত চীনা স্মার্টফোন ও অন‍্যান‍্য চীনা প্রোডাক্টের জন্য একটি বড় বাজারে পরিণত হয়েছে। ভারতে বিক্রি হ‌ওয়া স্মার্টফোন সম্পর্কে এমন একটি খবর সামনে এসেছে যা শুনলে সত্যিই অবাক হতে হয়। এই রিপোর্টে বলা হয়েছে এবছর মাত্র 10 মাসে ভারতীয়রা 50 হাজার কোটি টাকার মোবাইল ফোন কিনেছে।

স‍্যামসাং আনতে চলেছে একদম নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজ, ডায়েরির মতো ভাঁজ হয়ে যাওয়া ফোন এই সিরিজেই হবে লঞ্চ

বিখ্যাত রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে বলেছে এবছর এখনও পর্যন্ত ভারতে 50 হাজার কোটি টাকার চীনা ফোন বিক্রি হয়েছে। সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত এই লিস্টে বছরের শেষ দুই মাস যোগ করা হয়নি। অর্থাৎ এখনও দীপাবলি ও ক্রিসমাস উপলক্ষে কয়েক কোটি টাকার শপিং হতে পারে। যদি গোটা বছরের স্মার্টফোন ও ফিচার ফোনের মোট দাম যোগ করা হয় তবে এই সংখ্যা 50 হাজার কোটি টাকার চেয়ে যথেষ্ট বেশি হয়ে যাবে।

আজ থেকে শুরু হল ওয়ানপ্লাস 6টি এর সেল, দেখুন এর প্রথম ঝলক ও এই ফোনটির সঙ্গে জড়িত সব প্রশ্নের উত্তর

ভারতের স্মার্টফোন বাজারে এইসব চীনা কোম্পানিগুলির মধ্যে শাওমি সবার ওপরে আছে। শাওমির সঙ্গে ওপ্পো, ভিভো,।অনারের মতো কোম্পানিও যথেষ্ট ভালো জায়গা করে নিয়েছে। রিপোর্ট অনুযায়ী এবছর বিক্রি হ‌ওয়া চীনা স্মার্টফোনের এই দাম প্রায় গত বছরের দ্বিগুণ। শাওমি,।ওপ্পো, ভিভো, অনারের সঙ্গে ওয়ানপ্লাস ও ইনফিনিক্স মিলে ভারতের 50 শতাংশ স্মার্টফোন মার্কেট দখল করে রেখেছে।

দীর্ঘ দিন ধরে ভারতে প্রথম স্থানে থাকা কোরিয়ান কোম্পানি স‍্যামসাংকেও চীনা কোম্পানি পিছিয়ে দিয়েছে। এবিষয়ে কাউন্টারপয়েন্ট মন্তব্য করেছে যে চীনা ব্র‍্যান্ড তাদের তাদের প্রোডাক্ট ও টেকনিকের ক্ষেত্রে ইনোভেশন করতে থাকে। কোম্পানির কাছে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট হাবের সঙ্গে সাপ্লাই চেইন ও ইকোসিস্টেম অ্যাকসেস আছে যার ফলে স্মার্টফোনে নতুন নতুন টেকনিক জুড়তে থাকে। এর সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে হিট হ‌ওয়ার অন‍্য‍্যতম বড় কারণ ফোনগুলির সস্তা দাম।

কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে আরও বলেছে চীনা কোম্পানিগুলি ভারতে অত্যন্ত কম দামে ফোন বেচে এবং লো ও মিড বাজেটের ফোন মিলে স্মার্টফোন বাজারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। স‍্যামসাঙের মতো ব্র‍্যান্ডের তুলনায় চীনা ব্র‍্যান্ডগুলি কম দামে ফোন বেচে ইউজারদের আকর্ষণ করে। কম দামে ও ভালো ফিচারযুক্ত ফোন গুলি ভারতীয় ইউজারদের আকর্ষণ করার ফলেই ভারতের স্মার্টফোন বাজারে আজ চীনা ব্র‍্যান্ডের এত রমরমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here