স‍্যামসাং আনতে চলেছে একদম নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজ, ডায়েরির মতো ভাঁজ হয়ে যাওয়া ফোন এই সিরিজেই হবে লঞ্চ

স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে সমালোচনা প্রায় বছর খানেক ধরে চলে আসছে। এর আগে এমন বহু লিক বেরিয়েছে যেখানে ফোনটির ডিজাইন ও লুক সম্পর্কে বলা হয়েছে। তবে গত মাসে কোম্পানির বিশিষ্ট আধিকারিক ডি জে কোহ স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে মন্তব্য করায় চর্চা আরও বেড়ে গেছে। স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন দেখতে কেমন হবে এবং কি নামে লঞ্চ হবে তা এখন জানা যায়নি। তবে ফোল্ডেবল ফোন সম্পর্কে একটি বড় খবর সামনে এসেছে, জানা গেছে এই ফোন কোম্পানির নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজে লঞ্চ করা হবে।

আজ থেকে শুরু হল ওয়ানপ্লাস 6টি এর সেল, দেখুন এর প্রথম ঝলক ও এই ফোনটির সঙ্গে জড়িত সব প্রশ্নের উত্তর

স‍্যাম মোবাইল স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে এক্সক্লুসিভ খবর দিয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে কোম্পানি ফোল্ডেবল ফোনের জন্য একটি নতুন স্মার্টফোন সিরিজ আনবে যার নাম গ‍্যালাক্সি এফ সিরিজ রাখা হবে এবং এই সিরিজেই কোম্পানির ফোল্ডেবল ফোন লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী এই মাসে আয়োজিত হতে চলা এসডিসি 2018 তে স‍্যামসাং তাদের এই ফোন থেকে পর্দা তুলতে পারে এবং একই সঙ্গে টেক মঞ্চে লঞ্চ করতে পারে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এফ সিরিজের ফোল্ডেবল ফোনের মডেল নাম্বার এই রিপোর্টে এস‌এম‌এফ900ইউ বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং তাদের ফোল্ডেবল ফোনের জন্য একটি একদম নতুন ইউজার ইন্টারফেস বানাচ্ছে যা যথেষ্ট ইউনিক হবে। এই ইউআইএর জন্য স‍্যামসাং গুগলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। বলা হচ্ছে স‍্যামসাং তাদের ফোল্ডেবল ফোনে 512 জিবি ইন্টারনাল মেমরি দেবে।

4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 39,000 টাকা দামে ভারতে হবে লঞ্চ, 6 জিবি র‍্যামের সঙ্গে থাকবে 6.3 ইঞ্চির স্ক্রিন

স‍্যামসাঙের বিশিষ্ট আধিকারিক ডি জে কোহ একটি ইন্টারভিউতে বলেন কোম্পানির এই ফোল্ডেবল ডিভাইস ট‍্যাবলেট ও ফোন দুটি রূপেই পেশ করা হবে। এই ডিভাইস ট‍্যাবলেটের আকারের হবে তবে ইউজার এটি ফোল্ড করে অর্থাৎ ভাঁজ করে একটি ফোনের আকারে পকেটে রাখতে পারবেন। কোহ এর বক্তব্য অনুযায়ী এই ফোল্ডেবল ফোন ইউজারদের মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট সহায়ক হবে।

অদৃশ্য সেলফি ক‍্যামেরা ও ইনভিজিবল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লেনোভো জেড5 প্রো লঞ্চ

স‍্যামসাঙের কথা অনুযায়ী ফোনটি মাল্টিটাস্কিং এর সঙ্গে সঙ্গে ইজি পোরৃটেবিলিটির সুবিধা দেবে। অর্থাৎ একটি ট‍্যাবলেট হিসেবে এটি দিয়ে যে কোনো কাজ‌ও করা যাবে আবার একটি ফোনের আকারে পকেটে ভরে যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যাবে। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যে আয়োজিত কোম্পানির বার্ষিক কনফারেন্সে স‍্যামসাং ফোনটি প্রদর্শন করতে পারে এবং আগামী বছরের মধ্যে লঞ্চ‌ও করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here