2 বছরের ওয়ারেন্টি এবং অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ হল Coolpad COOL 20 Pro, জেনে নিন দাম

স্মার্টফোন কোম্পানি Coolpad তাদের নতুন স্মার্টফোন হিসেবে Coolpad COOL 20 Pro লঞ্চ করেছে। বিগত বেশ কিছু সময় ধরে এই ফোনটির টেস্টিং চলছিল। নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোনটি কোম্পানির গত বছর লঞ্চ করা Coolpad COOL 20 এর আপগ্ৰেডেড ভেরিয়েন্ট। কোম্পানির নতুন Coolpad COOL 20 Pro ফোনটিতে বেশ কিছু নতুন আপগ্ৰেড করা হয়েছে। এই ফোনে MediaTek চিপসেট ও 5G কানেক্টিভিটি ফিচার আছে। এই পোস্টে আমরা Coolpad COOL 20 Pro এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।

Coolpad COOL 20 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

লেটেস্ট Coolpad COOL 20 Pro ফোনটির ডিজাইন গত বছর পেশ করা Coolpad COOL 20 ফোনটির মতোই। এই ফোনে ফ্ল‍্যাট ফ্রেম ও ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লে রয়েছে। এই ফোনের ডায়মেনশন 162.8 x 74.8 x 8.3mm এবং ওজন 193 গ্ৰাম। ম‍্যাট গ্লাস রেয়ার প‍্যানেলযুক্ত এই ফোনটি ব্ল‍্যাক, হোয়াইট, ব্লু, গোল্ড ও স্টেরী স্কাই কালার ভেরিয়েন্টে সেল করা হবে। Coolpad COOL 20 Pro তে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.58 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। MediaTek Dimensity 900 SoC চিপসেটে রান করা এই ফোনে 8GB পর্যন্ত র‍্যাম ও 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়া এই 5G ফোনে ভার্চুয়াল র‍্যাম ফিচার আছে।

ফোটোগ্রাফির জন্য Coolpad COOL 20 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি ক‍্যামেরা লেন্সের পাশাপাশি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম‍্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 1318 ডুয়েল স্টেরিও স্পীকারের পাশাপাশি Dirac sound, 3.5mm হেডফোন জ‍্যাক, USB Type-C পোর্ট, ডুয়েল-SIM, 5G কানেক্টিভিটি, WiFi 6 এবং Bluetooth এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে।

Coolpad COOL 20 Pro এর দাম

চীনে Coolpad COOL 20 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 21,000 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB র‍্যামের সঙ্গে 128GB মেমরিযুক্ত হাইএন্ড ভেরিয়েন্টটি 2,099 ইউয়ান অর্থাৎ প্রায় 24,700 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই আকর্ষণীয় ফোনটিতে 2 বছরের ওয়ারেন্টি ও 90 দিনের রিপ্লেসমেন্ট গ‍্যারান্টি দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here