গত মাসে Vivo ভারতে 23,999 টাকা দামের তাদের নতুন 5G স্মার্টফোন হিসাবে Vivo Y300 Plus লঞ্চ করেছিল। বর্তমানে 32MP Selfie, 50MP Back Camera এবং 3D Curved স্ক্রিন সহ এই ফোনে 1,750 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। শপিং সাইট আমাজনে এই ফোনের দামে অসাধান অফার দেওয়া হচ্ছে। নিচে Vivo Y300 Plus ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Vivo Y300 Plus ফোনের অফার
- কোম্পানির পক্ষ থেকে Vivo Y300 Plus ফোনটি ভারতে 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- আমাজনে এই ফোনের দামে 1000 টাকা, 1250 টাকা, 1500 টাকা এবং 1750 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- HDFC Bank ইউজারদের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে 24 মাসের ইএমআই করালে 1750 টাকা ছাড় পাওয়া যাবে।
- HDFC Bank ইউজাররা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যাবহার করে 12 মাস ও 18 মাস ইএমআই করলে 1500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
- একইভাবে 6 মাস এবং 9 মাস EMI পেমেন্ট করলে 1250 টাকা ছাড় পাওয়া যাবে,
- Vivo Y300 Plus ফোনটি কেনার সময় Yes Bank Credit Card EMI এবং PNB Credit Card Non-EMI পেমেন্টের ক্ষেত্রে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।
নোট: আমাজনে Vivo Y300 Plus ফোনটি 6 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যায়। এর বেশি ইএমআই এর ক্ষেত্রে সুদ দিতে হবে। উপরোক্ত সমস্ত অফার ও ডিল সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে এই অফার তুলে নেওয়া হতে পারে।
Vivo Y300 Plus ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্কিন 3D কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120হার্টস রিফ্রেশ রেটে কাজ করে। এছাড়াও এই স্ক্রিনে 1300nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
- প্রসেসর: Vivo Y300 Plus ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: ভারতের বাজারে এই ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। 8GB extended RAM এর দৌলতে ফোনটিতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
- ক্যামেরা: ফতগ্রাইর জন্য Vivo Y300 Plus ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W Flash Charge সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
- অন্যান্য: Vivo Y300 Plus ফোনে IP54 রেটিং যোগ করা হয়েছে। ফোনটির থিকনেস মাত্র 7.49mm। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ব্লুটুথ, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।