10200mAh ব্যাটারি, 24GB RAM এবং ডুয়েল ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হল পাথরের মতো মজবুত এই স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

রাগেড স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি Doogee তাদের লেটেস্ট স্মার্টফোন হিসাবে Doogee S119 লঞ্চ করেছে। এই রাগেড ফোনে মিলিটারি গ্রেড সার্টিফিকেশনের পাশাপাশি ডুয়েল ডিসপ্লে ডিজাইন, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এই নতুন রাগেড স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Rugged Phone কি?

প্রথমেই জানিয়ে রাখি রাগেড স্মার্টফোন হল এমন এক ধরনের অত্যন্ত মজবুত স্মার্টফোন যেগুলি সলিড লেয়ার দিয়ে সম্পূর্ণ সিল করে ডিজাইন করা হয়। রাগেড স্মার্টফোন জল, ধুলো, শক ও ড্রপ রেজিস্টেন্স হয়ে থাকে, যার ফলে জলে পড়লে, শক্ত কিছুতে ধাক্কা লাগলে, উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকে। এছাড়া অত্যন্ত গরম এবং ঠাণ্ডা তাপমাত্রার মধ্যেও এই ফোনগুলি স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম।

Doogee S119 ফোনের ডিজাইন

 

এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। এই রেটিঙের ‘K’ অক্ষরের অর্থ হল এতে 360 ডিগ্রী ওয়াটার প্রোটেকশন রয়েছে। শীত, গ্রীষ্ম ও বর্ষায় এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে প্রসেসিং এবং ব্যাটারি পারফরমেন্সে কোনো প্রভাব পড়ে না।

ডুয়েল ডিসপ্লে সহ এই ফোনের ব্যাক প্যানেলে ঘড়ির ডায়ালের মতো টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। এই সেকেন্ডারি ডিসপ্লের মাধ্যমে কল রিসিভ করা যায়। এছাড়াও এই স্ক্রিন ব্যাবহার করে ম্যাসেজ দেখা ও পড়া, অ্যালার্ম সেট করা, ক্যালেন্ডার অ্যাক্সেস করা যায় এবং মিউজিক কন্ট্রোল করা যায়। এই স্ক্রিনে পছন্দের ফটো সেট করা যায় এবং এতে পার্সোনালাইজড টেক্সট লেখা যায়।

Doogee S119 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.72-ইঞ্চির FHD+ IPS ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে 360 × 360 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.32-ইঞ্চির সার্কুলার IPS স্ক্রিন দেওয়া হয়েছে।

প্রসেসর: Doogee S119 রাগেড ফোনে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে Mediatek MT8788 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G72 MP3 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: Doogee S119 ফোনে 8GB RAM এর সঙ্গে 16GB Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ডেটা স্টোর করার জন্য এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Doogee S119 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 108MP AI প্রাইমারি সেন্সর, 20MP IMX350 নাইট ভিশন লেন্স এবং 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Doogee S119 রাগেড ফোনে শক্তিশালী 10,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটি OTG Reverse Charging সাপোর্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here