eBikeGo ভারতে 25 আগস্ট লঞ্চ করবে দেশের সবচেয়ে মজবুত ইলেকট্রিক স্কুটার Rugged EV

ইলেকট্রিক টু হুইলার তৈরি করা কোম্পানি ebikeGo ঘোষণা করলো যে তারা ভারতে 25 আগস্ট দুটি নতুন হাই-স্পীড ইলেকট্রিক টু হুইলার Rugged লঞ্চ করবে। eBikeGo এর দাবি যে লঞ্চের সাথেই দুটি ইলেকট্রিক বাইক মার্কেটে কেনার জন্য উপলব্ধ হয়ে যাবে। eBikeGo যতোই আপকামিং ইলেকট্রিক টু হুইলারের তথ্য গোপন করে রাখুক, কিন্তু কোম্পানি দাবি করেছে যে এর স্পীড 45 কিলোমিটার প্রতিঘন্টার বেশি হবে। এর সাথেই এই বাইকে গ্রাহকরা Fame II এর সাব্সিডি‌ও পাবে। EBikeGo এর দাবি যে এই আপকামিং বাইককে ভারতে ডিজাইন আর ম‍্যানুফ‍্যাকচার করা হয়েছে। দুটি বাইক‌ই ICAT এর অ্যাপ্রুভাল পেয়ে গেছে।

ইন্ডিয়ান মার্কেটে মজবুত ই বাইকের কমতি

eBikeGo এর দাবি যে যখন 2017 তে আমরা নিজের অল-ইলেকট্রিক ডেলিভারি নেটওয়ার্ক লঞ্চ করি তখন আমরা নিজেদের জন্য অন্য ভারতীয় নির্মাতাদের থেকে ইলেকট্রিক স্কুটারের অধিগ্রহণ শুরু করি। আমরা এতে দেখতে পাই যে বেশিরভাগ ভারতীয় সড়কের জন্য উপযুক্ত না। এর পরে আমরা নিজেদের ডেলিভারি ফ্লিটের জন্য মজবুত আর টেকসই ইলেকট্রিক স্কুটারে‌র উৎপাদন শুরু করি।

ভারতীয় সড়কের অনুযায়ী ডিজাইন

eBikeGo এর ফাউন্ডার ইরফান খান এর দাবি যে আমরা একটি এরকম ইলেকট্রিক স্কুটার মার্কেটে আনতে চাই যা ভারতীয় সড়কের অনুযায়ী তৈরি হবে। এর জন্য আমরা ভারতে কাজ করা বহু OEM এর মূল‍্যায়ন করেছি। এরপরে নিজের ইলেকট্রিক স্কুটারে‌র ডিজাইন আর উৎপাদনের জন্য Boom Motors এর সাথে অংশিদারি করা হয়েছে।

Boom Motors এর ফাউন্ডার অনিরুদ্ধ রবি নারায়ন। eBikeGo আর Boom Motors মিলে Rugged EV এর ডিজাইন আর প্রোডাকশন করেছে। Rugged EV সম্পর্কে কোম্পানির দাবি যে এটি একটি মজবুত ইলেকট্রিক স্কুটার যার মধ্যে বিশেষ‌ত ইন্ডিয়ান রোড কন্ডিশনের অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এর সাথেই কোম্পানি এও বলেছে যে এটি ইলেকট্রিক বাইকের সেগ্মেন্টে ইনোভেশনের শুরু করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here