হাত মেলালো Samsung ও Xiaomi, নিয়ে এলো 108 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর টেকনোলজি

Samsung স্মার্টফোন জগতে শুরু থেকেই নতুন নতুন ইনোভেশন নিয়ে এসেছে। কিছু দিন আগে Realme ও Xiaomi এর মতো জনপ্রিয় ব্র‍্যান্ডগুলি তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন টিজ করেছিল। Realme ইতিমধ্যে তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরা টেকনোলজি টেক জগতে দেখিয়ে দিয়েছে যা Samsung এর 64 Megapixel ISOCELL GW1 Sensor ব‍্যবহার করে তৈরি করা হয়েছে। কিন্তু Samsung এখন তাদের ক‍্যামেরা টেকনোলজি আরও উন্নত করার পরিকল্পনা করছে। 64 মেগাপিক্সেলের পর কোম্পানি এবার 108 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরের কথা ভাবছে। গোটা টেক জগতকে অবাক করে দিয়ে Samsung তাদের এই নতুন বিশেষ 108 মেগাপিক্সেল ক‍্যামেরা টেকনিকপেশ করে দিয়েছে।

4,880 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লিস্টেড হলো Vivo এর নতুন ফোন, জানা গেছে স্পেসিফিকেশন

স্মার্টফোন জগতে নিজেদের মুকুটে নতুন পালক জুড়ে Samsung তাদের 108 মেগাপিক্সেল ক‍্যামেরা টেকনিক পেশ করেছে। নতুন টেকনোলজি অফিসিয়াল করে কোম্পানি ISOCELL Bright HMX নিয়ে এসেছে। এই সেন্সরের মধ্যে 100 মিলিয়ন পিক্সেল দেওয়া হয়েছে যা অত্যন্ত উজ্জ্বল আলোর মধ‍্যেও সুন্দর ফোটো তুলতে পারে। Samsung এর পেশ করা এই নতুন সেন্সর 1/1.33 ইঞ্চির যা যথেষ্ট বেশি পরিমাণ আলো শোষণ ক্ষমতা রাখে।

কিভাবে কাজ করে এই ক‍্যামেরা?
ISOCELL Bright HMX এ Samsung Tetracell টেকনোলজি ব‍্যবহার করেছে। এক টেকনোলজি চারটি আলাদা আলাদা পিক্সেলকে একসাথে নিয়ে কাজ করে এবং চারটি ফোটো জুড়ে একটি ফোটো বানায়। একটি অবজেক্টে চারটি পিক্সেল কাজ করায় লো লাইটেওঅসাধারণ ফোটো ক্লিক করা যায় এবং এক‌ই সঙ্গে ফোটোয় নয়েজ কম থাকার অবজেক্টের কালার খুব সুন্দর বোঝা যায়।

32 এমপি সেলফি ক‍্যামেরার সঙ্গে 23 আগস্ট আসতে চলেছে Xiaomi Mi A3, জেনে নিন এর ফিচার

আবার বেশি আলো থাকলে Samsung এর 108 Megapixel Camera Sensor কোম্পানির Smart-ISO মেকানিজমে কাজ করবে যা এই পদ্ধতিতে ISOCELL Bright HMX আলো কন্ট্রোল করে পিক্সেলের কোয়ালিটি বাড়ায়। স‍্যামসাঙের এই নতুন সেন্সর 6016 × 3384 পিক্সেল রেজলিউশনযুক্ত 6K ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এর সঙ্গে সঙ্গেই এই সেন্সর 30 FPS (Frame Per Second) স্পীডে শুট করতে পারে।

Xiaomi ফোনে থাকবে এই সেন্সর
ISOCELL Bright HMX সেন্সর তৈরির জন্য Samsung এবার Xiaomi এর সঙ্গে হাত মিলিয়েছে। এবং এই যৌথ উদ‍্যোগের ফলস্বরূপ Xiaomi সর্বপ্রথম 108 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন পেশ করবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত বলা হয়নি যে পৃথিবীর প্রথম 108 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন কি নামে লঞ্চ করা হবে। তবে বিভিন্ন লিকে বলা হচ্ছে Xiaomi Mi Mix 4 এ এই টেকনোলজি ব‍্যবহার করা হবে। অন‍্যদিকে স‍্যামসাঙের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোম্পানি আগামী মাস থেকেই 108 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরের মাস প্রোডাকশন শুরু করে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here