অনলাইন পড়াশোনার জন্য শিক্ষা মন্ত্রক দিচ্ছে ল‍্যাপটপ, ম‍্যাসেজ পেয়েছেন কি?

বিগত দুই বছরেরও বেশি সময় ধরে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের চিরাচরিত নিয়মকানুন সব বদলে গেছে। এই সংক্রমণের কারণে সাধারণ মানুষের জীবনযাপন, পেশা সব ব‍্যাহত হয়েছে। তবে এর ফলে যেমন গোটা বিশ্বের মানুষ নতুন করে বাঁচতে শিখেছে তেমনই আপন করে নিয়েছে অনলাইন পড়াশোনার মতো কিছু ইন্টারনেট ভিত্তিক পদ্ধতি। অনলাইন পড়াশোনায় সুবিধার জন্য এডুকেশন মিনিস্টির পক্ষ থেকে বিনামূল্যে ল‍্যাপটপ দেওয়া হচ্ছে, এমনই একটি ম‍্যাসেজ বর্তমানে WhatsApp মারফত ভাইরাল হয়ে চলেছে। কিন্তু কি সত্য রয়েছে এই ম‍্যাসেজের আড়ালে?

পাওয়া যাচ্ছে ফ্রি ল‍্যাপটপ

বেশ কিছু সময় ধরে খবর পাওয়া যাচ্ছে হোয়াটস‌অ্যাপে একটি ম‍্যাসেজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে চলেছে যেখানে বলা হচ্ছে দেশের সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের অনলাইন পড়াশোনায় সাহায্য করার জন্য শিক্ষা মন্ত্রকের তরফ থেকে বিনামূল্যে ল‍্যাপটপ দেওয়া হবে। এই ম‍্যাসেজে বলা হচ্ছে, দেশের Ministry of Education বর্তমান মহামারীর পরিস্থিতিতে দাঁড়িয়ে Virtual Learning পদ্ধতিকে উৎসাহ দিতে চাইছে এবং এই কারণে বিনামূল্যে ল‍্যাপটপ বিতরণ করা হচ্ছে। এই WhatsApp ম‍্যাসেজের সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে Free Laptop এর জন্য নিজের এলিজিবিলিটি চেক করা যাবে।

ফ্রি ল‍্যাপটপের বাহানায়…

ফ্রি ল‍্যাপটপের নামে পাঠানো এই ম‍্যাসেজটি শুধুই একটি স্ক‍্যাম অর্থাৎ এতে পা দেওয়া মানে ফ্রডের সম্মুখীন হ‌ওয়া। আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পরিকল্পনাই নেওয়া হয়নি। হোয়াটস‌অ্যাপে শেয়ার করা এবং ভাইরাল হ‌ওয়া এই ম‍্যাসেজটি সম্পূর্ণ জার কারসাজি।

ক্লিক করলে হতে পারে ক্ষতি

এই ম‍্যাসেজটির সত‍্যতা অস্বীকার করে বলা হচ্ছে এই ধরনের লিঙ্কে ক্লিক করলে পরিনাম হতে পারে ভয়ঙ্কর। এই ধরনের পদক্ষেপের ফলে খুব সহজেই সাধারণ মানুষদের ফোন থেকে তাদের ব‍্যাক্তিগত তথ্য এবং ব‍্যাঙ্কিং ডিটেইলস হ‍্যাক হয়ে যেতে পারে। তাই এই ধরনের লোভনীয় ম‍্যাসেজের সঙ্গে আসা লিঙ্ক ওপেন এবং শেয়ার করার বদলে সেটি ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here