Home খবর লঞ্চ হল 75 ইঞ্চির QLED 4K Smart TV, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

লঞ্চ হল 75 ইঞ্চির QLED 4K Smart TV, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

ইলেকট্রনিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি Elista ভারতের বাজারে একটি নতুন QLED 4K Smart TV পেশ করেছে। অত্যন্ত পাতলা ডিজাইনের এই টিভিতে 75 ইঞ্চির স্ক্রিন রয়েছে। ইউজারদের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য এতে WebOS ইন্টারফেস রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: 12GB RAM ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) স্মার্টফোন, জেনে নিন দাম

Elista QLED 4K Smart TV ডিজাইন

Elista QLED 4K Smart TV স্পেসিফিকেশন

Elista QLED 4K Smart TV এর দাম

কোম্পানি ভারতের বাজারে এই সুন্দর ডিভাইসটি 1,59,999 টাকা লঞ্চ প্রাইস রেখে পেশ করেছে। তবে এর দাম রাখা হয়েছে 2,00,990 টাকা। সমস্ত প্রসিদ্ধ ইলেকট্রনিক্স স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই টিভি সেল করা হবে। আরও পড়ুন: Motorola লঞ্চ করল 50MP রেয়ার, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 8GB RAM সহ নতুন স্মার্টফোন, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন