এবার হেরে যাবে Jio, Airtel আর Vi, Starlink আনতে চলেছে বিদ্যুৎ এর গতিতে ইন্টারনেট, ভারতে লঞ্চের সংকেত দিয়েছেন Elon Musk

বিশ্বের সবচেয়ে বড়োলোকের লিস্টে থাকা স্পেস-এক্সের সিইও এলান মাস্ক কিছু দিন আগেই সংকেত দিয়েছে যে কোম্পানির স‍্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা খুব শীঘ্রই ইন্ডিয়াতে আসতে চলেছে। আসলে একটি টুইটার ইউজার ট্রয়ানসেট মাস্ককে জিজ্ঞেস করেছিল যে ভারতে স্টারলিঙ্ক পরিষেবা কবে শুরু হবে, যার উত্তরে তিনি বলেছিলেন যে তারা রেগুলেটার অ্যাপ্রুভালের অপেক্ষা করছে। এর থেকে আন্দাজ করা যাচ্ছে যে ইন্ডিয়াতে স্টারলিঙ্ক স‍্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা আসলে জিও, এয়ারটেল আর ভোডাফোন আইডিয়াকে অসুবিধার সম্মুখীন হতে হবে।

আবার Starlink কোম্পানি স‍্যাটেলাইট এর মাধ্যমে হাই-স্পীড ইন্টারনেটের সার্ভিস আপাতত বীটা স্টেজে আছে। বীটা ইউজাররা এর ধীর স্পীড সম্পর্কে বহুবার অভিযোগ করেছে, কিন্তু এরকম মনে হচ্ছে যে এতে খুব শীঘ্রই প্রগতি আসতে চলেছে। বলে দিই যে Elon Musk এর অনুযায়ী স্টারলিঙ্ক এর স‍্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস ভবিষ্যতে লাইটের স্পীডে ডেটা ট্রান্সফার করতে সক্ষম হবে।

আসলে একটি টুইটার ইউজার স্কট ম‍্যানলে (@DJSnM) লেজার আর এর পিছনে‌র টেকনোলজি‌র উপরে প্রশ্ন করেছে, যার জবাবে SpaceX এর CEO দাবি করেছে স্টারলিঙ্ক স‍্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসে ব‍্যবহার করা এই টেকনোলজি‌তে লাইটের স্পীডে ডেটা ট্রান্সফার হবে। এছাড়া বিগত দিনে Elon Musk বলেছে যে আগামী কয়েক মাসে লঞ্চ হতে চলা তার স‍্যাটেলাইটে ইন্টার-স‍্যাটেলাইট লেজার লিঙ্ক আছে, যার কারনে কোনো লোকাল ডাউনলিঙ্কের প্রয়োজন হবে না।

বলে দিই যে কোম্পানির লক্ষ প্রায় 30,000 স্টারলিঙ্ক স‍্যাটেলাইটকে অরবিটে লঞ্চ করা আর লক্ষাধিক গ্রাহকদের জন্য নিজের ইউজার পুলের বিস্তার করা। আবার Starlink বিগত দিনে গ্রাহকদের 1,00,000 টার্মিনাল পাঠিয়েছে। এই প্রোজেক্টের উদ্দেশ্য স‍্যাটেলাইটের মাই গ্লোবাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here