400Mbps ইন্টারনেট স্পীডের সঙ্গে পাওয়া যাবে 12টি OTT-এর সুবিধা, জেনে নিন বিস্তারিত

Highlights

  • এক্সাইটেলের নতুন কেবল কাটার প্ল্যানের দাম 592 টাকা।
  • এই প্ল্যানটি তিন মাসের জন্য মাত্র 847 টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • এক সঙ্গে 12 মাসের জন্য প্ল্যানটি নিলে এই দাম পড়বে।

ভারতীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Excitel একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান পেশ করেছে। এই নতুন প্ল্যানের নাম ‘Cable Cutter Plan’ রাখা হয়েছে। এই প্ল্যানে ইন্টারনেট ছাড়াও লাইভ টিভি এবং বিনামূল্যে কিছু OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সাইটেলের এই নতুন কেবল কাটার প্ল্যানের দাম মাত্র 592 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে। আরও পড়ুন: 6,999 টাকা দামে লঞ্চ হল 5,000mAh Battery সহ দেশীয় স্মার্টফোন Lava Yuva 2, জেনে নিন বিস্তারিত

12 মাসের জন্য দিতে হবে মাত্র এত টাকা

এই কেবল কাটার প্ল্যানের দাম 592 টাকা। কিন্তু এই দাম একসঙ্গে 12 মাসের জন্য প্রযোজ্য। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানটিই তিন মাসের জন্য নিতে পারেন 847 টাকা প্রতি মাসের দরে। এই অল ইন ওয়ান আলট্রা ফাস্ট ইন্টারনেট স্পীড পাওয়া যাবে।

কোম্পানি ফাউন্ডার বিবেক রেনা জানিয়েছেন তাঁরা Cable Cutter প্ল্যান পেশ করে যথেষ্ট খুশি হয়েছেন। এই প্ল্যানটি কেবল টিভি ও হোম ব্রডব্যান্ডের সেক্টরে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এই প্ল্যানে ইউজারদের হাই স্পীড ডেটার সঙ্গে সঙ্গে লাইভ টিভি এবং ওটিটি অ্যাপের অ্যাক্সেস দেওয়া যাবে। আরও পড়ুন: ভারতীয় BIS সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy S23 FE স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

ওটিটি সাবস্ক্রিপশন

এই প্ল্যানে মোট 12টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই প্ল্যানে Disney+ Hotstar, SonyLIV, ALT Balaji, Hungama Play, Hungama Music, Hubhopper, Shemaroo, Fancode, DistroTV, Epicon এবং ZEE5 ওটিটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

কিছু দিন আগে কোম্পানি Disney+ Hotstar এর সঙ্গে হাত মিলিয়েছিল। এই যুগলবন্দীর পর কোম্পানি নতুন প্ল্যান পেশ করেছিল এবং এই প্ল্যানের নাম Disney+ Hotstar রাখা হয়েছিল। এই প্ল্যানের দাম 599 টাকা রাখা হয়েছিল। এই ব্রডব্যান্ড প্ল্যানেও 400Mbps স্পীডে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে 12টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস এবং 550টিরও বেশি লাইভ চ্যানেল পাওয়া যায়। আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল Vivo V29 5G, রয়েছে 80W চার্জিং, 8GB RAM এবং 50MP ক্যামেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here