মাত্র 424 টাকার প্ল্যানে পাওয়া যাবে 200Mbps স্পীডে ইন্টারনেট এবং 20 OTT এর ফ্রি সাবস্ক্রিপশন

Excitel Broadband ইউজারদের জন্যব কোম্পানি সম্প্রতি একটি নতুন অফার পেশ করেছে। এই অফার Valentines Day Offer হিসাবে লঞ্চ করা হয়েছে। এই অফারের আওতায় এখন Excitel 200Mbps এবং Excitel 300Mpbps ইন্টারনেট প্ল্যানের দাম মাত্র 424 টাকা প্রতি মাস থেকে শুরু হয়। এছাড়া এই প্ল্যানের সঙ্গে ইউজারদের 20 OTT এর ফ্রি সাবস্ক্রিপশন পর্যন্ত দেওয়া হচ্ছে।

কোম্পানি 200Mbps পর্যন্ত স্পীড এবং300Mbps পর্যন্ত স্পীডের প্ল্যান Excitel Kickstarter Plans নামে লঞ্চ করা হয়েছে। নিচে এই অফার এবং প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Excitel 200Mbps Plan

এই প্ল্যানে 424 টাকা প্রতি মাসে দিতে হবে। তবে এই প্ল্যান উপভোগ করার জন্য এক সঙ্গে 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। এই প্ল্যান কেনার পর 200Mbps স্পীডে আনলিমিটেড ইন্টারনেট এবং 12 ওটিটি অ্যাপ অ্যাক্সেস করা যায়।

Excitel 300Mbps Plan

যাদের আরও বেশি স্পীডের ইন্টারনেট প্রয়োজন চাই তাদের জন্য এই প্ল্যানটি রয়েছে। এই প্ল্যানে প্রতি মাসে 474 টাকা দিতে হবে। তবে এই প্ল্যানটি উপভোগ করার জন্য এক সঙ্গে 12 মাসের সাবস্ক্রিপশন নিতে হবে।

এই দুটি প্ল্যানেরই ছয় মাস এবং তিন মাসের রেন্টাল অপশনও রয়েছে। 300Mbps Plan এবং 200Mbps Plan এর ছয় মাসের প্ল্যানের দাম যথাক্রমে 549 টাকা এবং 499 টাকা। একইভাবে উভয় প্ল্যানের তিন মাসের প্ল্যানের দাম যথাক্রমে 899 টাকা এবং 849 টাকা।

পাওয়া যাবে এইসব OTT Apps এর বেনিফিট

উভয় প্ল্যানের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 30 দিনের জন্য মোট 20 ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। দুটি প্ল্যানেই SonyLIV, SunNXT, ZEE5, Aha Telugu, Alt Balaji, RunnTV, Nammaflix, Play Flix, OmTV, Shorts TV সহ মোট 20 ওটিটি অ্যাপ উপভোগ করা যাবে।

এই অফার সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে। Valentine’s Day deal হিসাবে কোম্পানি এই অফার আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। তাই যারা এই প্ল্যানগুলি উপভোগ করতে চাইছেন তাদের আগামী দুই দিনের মধ্যেই রিচার্জ করতে হবে।

জানিয়ে রাখি উপরোক্ত দাম ছাড়াও গ্রাহকদের 18 শতাংশ জিএসটি দিতে হবে। অর্থাৎ যারা 424 টাকা দামের প্ল্যান নিতে চাইছেন তাদের জিএসটি সহ মোট 500.32 টাকা দাম দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here