Exclusive: চলে এল Huawei P40 P40 Pro এর ফুল স্পেসিফিকেশন, লঞ্চ হবে 26 মার্চ

এই সপ্তাহেই আগামী 26 মার্চ Huawei P40 এবং Huawei P40 Pro ফোনদুটি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই ফোনদুটি সম্পর্কে একাধিক লিক চলে এসেছে। এবার আমাদের এই ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে টিপস্টার ঈশান অগ্ৰ‌ওয়াল বিশেষ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: লাইভ করা হল Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

Huawei P40 Pro 5G স্পেসিফিকেশন

টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই সিরিজের সবচেয়ে বড় ভেরিয়েন্ট Huawei P40 Pro 5G তে Leica আল্ট্রা ভিশন কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ক‍্যামেরা সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 40 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 12 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি 3D ToF সেন্সর থাকবে। এই ফোনের টেলিফোটো ক‍্যামেরা লেন্স 50x সুপার সেন্সিং জুম ও স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। টিপস্টারের কথায় এই ফোনের ক‍্যামেরায় Huawei XD Fusion Engine থাকবে। এক‌ইভাবে ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হবে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ওয়াইড পিল শেপ কাট আউট দেওয়া হবে।

এছাড়া Huawei P40 Pro তে 6.58 ইঞ্চির ডিসপ্লে থাকবে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির নিজস্ব Kirin 990 5G SoC চিপসেট দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনটির র‍্যাম, স্টোরেজ ও দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। এছাড়া এই ফোনে 40 ওয়াট ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করবে।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Infinix Hot 9

Huawei P40 স্পেসিফিকেশন

কোম্পানির Huawei P40 ফোনটি এই সিরিজের কম্প‍্যাক্ট ডিভাইস হবে। এই হ‍্যান্ডসেটে 6.1 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। Huawei P40 এর ফ্রন্ট প‍্যানেলে একটি মাত্র 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক‍্যামেরা থাকবে যা সেলফি ও ভিডিও কলের জন্য ব‍্যবহার করা হবে। এক‌ইভাবে এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে 50 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। এই ফোনে Leica আল্ট্রা ভিশন সেন্সর 30× ডিজিটাল জুম ও উন্নত ফোটোর জন্য Huawei XD Fusion Engine থাকবে।

Huawei P40 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে এবং এই ব‍্যাটারী 40 ওয়াট ওয়ার্ড চার্জিং এবং 27 ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এই দুটি ফোনের সঠিক দাম ও স্পেসিফিকেশন জানার জন্য ফোনদুটির অফিসিয়াল লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: Corona এর ভয়? সরাসরি Whatsapp এর মাধ্যমে তথ্য দিচ্ছে ভারত সরকার

এর আগে আমাদের পাওয়া খবর অনুযায়ী Huawei P40 Pro ও Huawei P40 ফোনদুটির দাম যথাক্রমে 3,988 ইউয়ান (প্রায় 42,100 টাকা) এবং 5,488 ইউয়ান (প্রায় 58,000 টাকা) রাখা হবে। তবে এই ফোনদুটি ভারতে লঞ্চ করা হবে কি না সেবিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here