লাইভ করা হল Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

Samsung কয়েক দিন আগেআন্তর্জাতিক মঞ্চে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে কোম্পানির নতুন ফোন Samsung Galaxy A41 লঞ্চ করেছিল। আপাতত এই ফোনটি জাপানে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে। Samsung Galaxy A41 ফোনটি লঞ্চের পর এবার কোম্পানি এই সিরিজের একটি নতুন ফোন ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোন Samsung Galaxy A31 লিস্টেড করে দেওয়া হয়েছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের এই নতুন ফোনটি লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন: Corona এর ভয়? সরাসরি Whatsapp এর মাধ্যমে তথ্য দিচ্ছে ভারত সরকার

স‍্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy A31 ফোনটি লিস্টেড করা হয়েছে। তবে ওয়েবসাইটে ফোনটির নামের জায়গায় এটির মডেল নাম্বার SM-A315F/DS লেখা আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে স‍্যামসাঙের রাশিয়ার ওয়েবসাইটেও এই এক‌ই মডেল নাম্বারের সঙ্গে Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভারতের মার্কেটে Samsung Galaxy A31 এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। তবে প্রোডাক্ট পেজ অফিসিয়াল করে দেওয়ায় মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে।

Samsung Galaxy A31

কোম্পানির আগামী Samsung Galaxy A31 ফোনটি সম্পর্কে বলা হচ্ছে এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফোনটি 64 জিবি ও 128 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে। আরও জানা গেছে Samsung Galaxy A31 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে। 

আরও পড়ুন: কীভাবে ট্র‍্যাক করবেন Coronavirus এর লাইভ আপডেট? হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে উপদেশ, আপনাদের জন্য র‌ইল সমস্ত ডিটেইলস

Samsung Galaxy A41

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A41 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 6.1 ইঞ্চির ফুল এইচডি+ সুন্দর এমোলেড ইনফিনিটি ডিসপ্লে আছে। এই ফোনের স্ক্রিন প্রোটেকশন সম্পর্কে কিছু বলা হয়নি, তবে জানা গেছে এতে কর্নিং গোরিলা গ্লাসের কোটিং থাকবে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে। Samsung Galaxy A41 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরে রান করে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা চিপসেটের সঙ্গে লঞ্চ করতে পারে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A41 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A41 ফোনটিতে কোম্পানি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: লঞ্চ হল Motorola এর সস্তা ফোন Moto E6s, এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 6 ইঞ্চির চেয়েও বড় ডিসপ্লে

জাপানের ওয়েবসাইটে কোম্পানির Samsung Galaxy A41 ফোনটি একটি ভেরিয়েন্টেই দেখানো হয়েছে। এই ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ভারতে ফোনটির কয়টি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য জানায়নি। বেসিক কানেক্টিভিটি ফিচারের‌ সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A41 এ 15 ওয়াট কুইক চার্জ সাপোর্টেড 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A41 আইপি রেটেড করা হয়েছে যা একে জল ও ধূলোর হাত থেকে সুরক্ষিত রাখে। জাপানে এই ফোনটি ব্লু, হোয়াইট ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here