Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে

তিমধ্যে রিয়েলমি ঘোষণা করে দিয়েছে যে তারা আগামী 5 মার্চ ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে রিয়েলমি 6 সিরিজ লঞ্চ করবে। এই দিন কোম্পানির পক্ষ থেকে Realme 6 এবং  Realme 6 Pro নামে দুটি ফোন পেশ করা হয়েছে। কোম্পানি অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট জানানোর সঙ্গে সঙ্গে আরও ঘোষণা করেছে যে বলিউড অভিনেতা সলমন খানকে কোম্পানির নতুন ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার বানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে কিছু তথ্য জানা গেলেঝ এবার আমরা এই সিরিজ লঞ্চের আগেই এই ফোনের চিপসেট সম্পর্কে জানতে পেরেছি।

আরও পড়ুন: Realme 6 ফোনে ফোটো তুললেন সলমন খান, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

আমরা এক্সক্লুসিভ জানতে পেরেছি যে 5 মার্চ লঞ্চ হতে চলা কোম্পানির আগামী Realme 6 এবং  Realme 6 Pro এর মধ্যে অ্যাডভান্স ফোনে অর্থাৎ Realme 6 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট দেওয়া হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই চিপসেটের সঙ্গে কোনো ফোন লঞ্চ করা হয়নি। অন‍্যদিকে Realme 6 এ মিডিয়াটেক হেলিও জি90 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে এবং সবচেয়ে বড় কথা এই হেলিও জি90 চিপসেটের সঙ্গেও এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি। অর্থাৎ Realme 6 সিরিজের ফোনদুটি একদম নতুন দুটি চিপসেটের সঙ্গে মার্কেটে আসবে।

 Realme 6 সিরিজ

 Realme 6 সিরিজের লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের ওয়েবসাইটে  Realme 6 এবং Realme 6 Pro এর ডিজাইন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করেছে। এই সিরিজের Realme 6 ফোনটিতে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে এবং  Realme 6 Pro ক্ষেত্রে দেখা যাবে ডুয়েল পাঞ্চ হোল। উভয় ফোনের পাঞ্চ হোল স্ক্রিনের ওপরের বাঁ দিকে অবস্থিত হবে। ফোটোতেও স্পষ্ট দেখা গেছে Realme 6 এ একটি এবং  Realme 6 Pro তে দুটি সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

আরও পড়ুন: 6000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M31, দাম শুরু 14999 টাকা থেকে

কোম্পানি তাদের Realme 6 সিরিজের ফোনগুলি কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে মার্কেটে লঞ্চ করবে। Realme 6 Pro তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং Realme 6 এর ক্ষেত্রেও এই এক‌ই সেন্সর দেখা যেতে পারে। দুটি ফোনেই প্রাইমারি সেন্সরের সঙ্গে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফোটো লেন্স ও আল্ট্রা ম‍্যাক্রো লেন্স থাকবে। এছাড়াও রিয়েলমির এই আগামী ফোনে 20এক্স জুমের ক্ষমতা দেখা যাবে। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের নতুন স্মার্টফোন 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত স্ক্রিনের সঙ্গে লঞ্চ করবে এবং এই ফোনের ব‍্যাটারী 30 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

ব্লাইন্ড অর্ডার

কোম্পানি তাদের ওয়েবসাইটে Realme 6 সিরিজের জন্য ব্লাইন্ড অর্ডার শুরু করেছে। এই স্কীম গত 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী 4 মার্চ পর্যন্ত চলবে। এই অফারে গ্ৰাহকরা মাত্র 1,000 টাকার বিনিময়ে ফোন প্রিবুক করতে পারবেন। ফোন প্রিবুক করলে Realme 6 এর সঙ্গে রিয়েলমি 2 বাডস ফ্রি পাওয়া যাবে। এছাড়া Realme 6 Pro এর সঙ্গে অতিরিক্ত 1,000 টাকার গিফট ভাউচার পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here