Realme 6 ফোনে ফোটো তুললেন সলমন খান, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

দীর্ঘদিন ভারতে চলতে থাকা প্রথম 5জি ফোনের প্রতিযোগিতা এই সপ্তাহেই শেষ হয়ে গেছে। গত বছর থেকেই অপেক্ষা করা হচ্ছিল ভারতে 5জি ফোন কবে আসবে। এর থেকেও বড় প্রশ্ন এটি ছিল যে ভারতে 5জি ফোন কোন ব্র‍্যান্ড প্রথম লঞ্চ করবে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Realme ভারতীয় মার্কেটে প্রথম 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme X50 Pro নামে এই ফোনটি পেশ করা হয়েছে, যা অসাধারণ লুকের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত। Realme X50 Pro এর মধ্য দিয়ে কোম্পানি ভারতকে তাদের প্রথম 5জি ফোন উপহার দিয়েছে।

আরও পড়ুন: 12 জিবি র‍্যাম, 4,440 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল iQOO 3, পেশ হল 4G ও 5G দুটি মডেল

বেশ কিছু দিন হল রিয়েলমি ভারতে Realme X50 Pro পেশ করেছে। ভারতে আসার সঙ্গে সঙ্গে এই ফোনটি ভারতের প্রথম 5জি ফোনের শিরোপা পেয়েছে। কোম্পানি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে তাদের Realme X50 Pro ফোনটি লঞ্চ করার পর এবার মিড বাজেট ক‍্যাটাগরিতে তাদের নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের Realme 6 সিরিজ পেশ করবে। এই সিরিজের একটি ফোন থেকে তোলা ফোটো Realme এর পক্ষ থেকে ইন্টারনেটে শেয়ার করা হয়েছে। এই ছবিতে রিয়েলমি ইন্ডিয়ার হেড মাধব শেঠের সঙ্গে বলিউড তারকা সলমন খানকে দেখা গেছে।

খুব তাড়াতাড়ি ভারতে Realme 6 লঞ্চ করা হতে পারে। এই খবর কোনো লিক থেকে নয়, বরং স্বয়ং রিয়েলমি সিইওর শেয়ার করা একটি ফোটো থেকে জানা গেছে। আসলে রিয়েলমি মোবাইলের সিইও মাধব শেঠ তাঁর টুইটার হ‍্যান্ডেলে একটি ফোটো শেয়ার করেছেন যেখানে মাধব শেঠের সঙ্গে সলমন খানকে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে। ফোটোয় সলমন খানকে দেখতে পাওয়া ছাড়া এই ফোটোর অন‍্যতম বিশেষত্ব হল এই ফোটো Realme 6 স্মার্টফোন থেকে তোলা হয়েছে।

আরও পড়ুন: 256 জিবি মেমরি ও পপ‌আপ ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 9X Pro

এই শেয়ার করা ছবিতে Realme 6 এর ওয়াটারমার্ক দেওয়া হয়েছে। ফোটোর নিচের দিকে Realme এর লোগো আছে এবং এর সঙ্গে ’64MP AI Quad Camera’ লেখা আছে। এই ওয়াটারমার্ক থেকে জানা গেছে যে Realme 6 ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে এবং ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 64 মেগাপিক্সেলের হবে। আরও জানা গেছে Realme 6 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিকযুক্ত হবে। সলমন খানের এই ছবিতে ‘Shot on Realme 6’ কথাটিও লেখা আছে।

Realme 6 

Realme 6 ফোনটি কিছু দিন আগে ওয়াইফাই অ্যালায়েন্সে Realme RMX2001 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই সার্টিফিকেশন সাইটে দেওয়া তথ্য অনুযায়ী রিয়েলমির এই আগামী স্মার্টফোন অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে এবং এটি রিয়েলমি ওয়ান ইউআইতে কাজ করবে। Realme 6 ফোনে MediaTek MT6785T চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।। প্রসঙ্গত মার্কেটে এই চিপসেট মিডিয়াটেক হেলিও জি90 নামে পেশ করা হবে।

আরও পড়ুন: লঞ্চ হল Honor এর শক্তিশালী 5G স্মার্টফোন View 30 Pro, এতে আছে 4,100 এম‌এএইচের ব‍্যাটারী, ডুয়েল সেলফি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

মিডিয়াটেকের হেলিও জি90 চিপসেটের সঙ্গে এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি। অর্থাৎ Realme 6 বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মিডিয়াটেক হেলিও জি90 চিপসেটে রান করবে। প্রসঙ্গত মনে করিয়ে দিই গত বছর লঞ্চ হ‌ওয়া Redmi Note 8 Pro ফোনটিতে MediaTek Helio G90T চিপসেট দেখা গেছে। রিয়েলমির আগামী।স্মার্টফোন Realme 6 এ দেওয়া মিডিয়াটেক হেলিও জি90 চিপসেট এর থেকেও অ্যাডভান্স হবে। ওয়াইফাই অ্যালায়েন্সে বলা হয়েছে Realme 6 এ 2.4 গিগাহার্টস ও 5 গিগাহার্টসের ওয়াইফাই ব‍্যান্ড দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here