6000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M31, দাম শুরু 14999 টাকা থেকে

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং গতকাল ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন Samsung Galaxy M31 লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি শক্তিশালী ব‍্যাটারী ও দুর্দান্ত ক‍্যামেরার মতো অসাধারণ ফিচারের‌ সঙ্গে মিড বাজেট ক‍্যাটাগরিতে পেশ করেছে। Samsung Galaxy M31 ফোনটির মধ্য দিয়ে কোম্পানি অন‍্যান‍্য ব্র‍্যান্ডের মিড রেঞ্জ ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। এই ফোনটি 14,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 5 মার্চ থেকে সেল করা হবে। Samsung Galaxy M31 স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকেও কেনা যাবে।

আরও পড়ুন: 256 জিবি মেমরি ও পপ‌আপ ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 9X Pro

কোম্পানি তাদের Samsung Galaxy M31 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। Samsung Galaxy M31 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট‌ই আগামী 5 মার্চ থেকে স‍্যামসাঙের ওয়েবসাইট ও আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

লুক ও ডিজাইন

Samsung Galaxy M31 ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের তিনদিক পুরোপুরি সাইড প‍্যানেলের সঙ্গে মেশানো, তবে নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনের ডিসপ্লের ওপর দিকে ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচ আছে। Samsung Galaxy M31 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ দেখতে উল্টো ‘L’ শেপের। ক‍্যামেরা সেট‌আপে চারটি সেন্সর ও ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে সেন্সর ডিটেইলস লেখা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং Samsung Galaxy M31 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত।

আরও পড়ুন: লঞ্চ হল Honor এর শক্তিশালী 5G স্মার্টফোন View 30 Pro, এতে আছে 4,100 এম‌এএইচের ব‍্যাটারী, ডুয়েল সেলফি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M31 ফোনটিতে ‘ইনফিনিটি ইউ’ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন আছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করেছে যা 1.74 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সিনস 9611 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M31 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের তৃতীয় এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের চতুর্থ ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M31 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 5টি রেয়ার ক‍্যামেরাযুক্ত Nokia 9 PureView এর দাম কমল 15,000 টাকা, জেনে নিন নতুন দাম

Samsung Galaxy M31 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M31 এ ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here