Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

স্মার্টফোন মার্কেটে খুব অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা করে নেওয়া কোম্পানি Realme এবার স্মার্ট টিভি মার্কেটেও এন্ট্রি নিতে চলেছে। আমরা ইন্ডাস্ট্রির মধ্যে সোর্স থেকে খবর পেয়েছি যে Realme এবছরের শেষের দিকে ভারতের মার্কেটে তাদের প্রথম টিভি লঞ্চ করার পরিকল্পনা করছে। জানিয়ে রাখি কিছু দিন আগে টেক কোম্পানি OnePlus ও টেলিভিশন মার্কেটে পা রেখেছে। 

জেনে নিন ভারতীয় Rafale এর সামনে কতটা কমজোর পাকিস্তানের F-16

ভারতের স্মার্ট টিভি মার্কেটে দীর্ঘদিন ধরে Xiaomi যথেষ্ট সক্রিয় হয়ে রয়েছে। স্মার্টফোন মার্কেটে অজস্র রেকর্ড গড়ার পর কোম্পানি দীর্ঘদিন ধরে স্মার্ট টিভি সেগমেন্টেও নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছে। আসলে কম দামে প্রিমিয়াম ফিচার দেওয়া Mi TV এর সঙ্গেই Realme স্মার্ট টিভির টক্কর হবে বলে মনে করা হচ্ছে। কারণ টেক জগতে আশা করা হচ্ছে তাদের ফোনের মতোই Realme তাদের স্মার্ট টিভিও অ্যাফোর্ডেবল দামে পেশ করবে। 

Xiaomi এর ক্ষেত্রে কোম্পানি ভারতে 32 ইঞ্চি মডেল (বাজেট ক‍্যাটাগরি) থেকে শুরু করে 65 ইঞ্চি সাইজের প্রিমিয়াম স্মার্ট টিভি পর্যন্ত মার্কেটে সেল করে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে Realme এর আপকামিং স্মার্ট টিভির সাইজ সম্পর্কে বলা সম্ভব নয়। 

মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 4 জিবি র‍্যাম এবং 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Motorola One Macro

Realme তাদের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজের দৌলতে যথেষ্ট সফল প্রমাণিত হয়েছে। এই জন্য আশা করা হচ্ছে কোম্পানির আপকামিং টিভিও যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে এবং জনপ্রিয়তা লাভ করবে। এছাড়া ডিসেম্বরে কোম্পানি তাদের Realme X2 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, কোম্পানি স্বয়ং এই তথ্য জানিয়েছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেনি। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here