Exclusive : Samsung আনতে চলেছে অত্যন্ত কম দামে ডুয়েল ক‍্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত Galaxy A10s, তথ্য হলো লিক

কয়েক দিন আগে আমরা জানিয়েছিলাম Samsung কম দামে Galaxy A10s ভারতে লঞ্চ করতে চলেছে এবং আজ আমাদের কাছে এই ফোনটির ব‍্যাপারে এক্সক্লুসিভ তথ্য আছে। কোম্পানির অফিসিয়াল পোস্টার লিক হয়ে গেছে এবং আমরা তা পেয়ে গেছি। এই পোস্টার দেখে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। যদিও এই পোস্টারে ফোনটির শুধুমাত্র ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে এছাড়াও আমরা ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য পেয়েছি। এই পোস্টার আমরা পেয়েছি অফলাইন রিটেইল স্টোর থেকে এবং আমরা আরও জানতে পেরেছি এতে ডুয়েল ক‍্যামেরার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও থাকবে। তবে ফোনটির মেমরি ও প্রসেসর সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু দিন আগে ফোনটি সম্পর্কে একটি লিকের কথা আমরা জানিয়েছিলাম যেখানে ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশনের উল্লেখ ছিল।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও তিনটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Y9 Prime, জেনে কবে কখন সেল হবে

পোস্টারে স্পষ্ট দেখা যাচ্ছে যে Samsung Galaxy A10s এর ফ্রন্ট প‍্যানেলে বড়ো স্ক্রিন আছে এবং এতে ইনফিনিটি ইউ ডিসপ্লে দেওয়া হয়েছে যা ওয়াটারড্রপ নচ নামেও পরিচিত। ফোনটির ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণভাবে বেজল লেস। ফোনটির সাইড প‍্যানেল দেখে মনে করা হচ্ছে ফোনটির বডি পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি, যেমনটা অন‍্যান‍্য স‍্যামসাং ফোনে দেখা যায়। তবে এটি একটু বেশি চকচকে।

স্পেসিফিকেশন
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy A10s এ 6.2 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেখা যাবে। এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত স্ক্রিন থাকতে পারে। তবে স্ক্রিন প্রোটেকশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী Samsung Galaxy A10s এ 1.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। যদিও গীকবেঞ্চে 2.0 গিগাহার্টসের উল্লেখ করা হয়েছিল। আবার লঞ্চের সময় অন্য কোনো প্রসেসর‌ও দেখা যেতে পারে। এতে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানোও যাবে।

Exclusive : আজ থেকে শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং, পাওয়া যাচ্ছে 2,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার

আমরা আগেই বলেছি এতে ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। কোম্পানি এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর যোগ করতে পারে। সেলফির জন্য Samsung Galaxy A10s এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে।

ডুয়েল সিমসহ এই ফোনে 4জির সঙ্গে সঙ্গে ওয়াইফাইও থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইযুক্ত হবে এবং এতে স‍্যামসাঙের ওয়ান ইউআই দেখা যেতে পারে। সিকিউরিটির জন্য Samsung Galaxy A10s এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here