Exclusive : আজ থেকে শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং, পাওয়া যাচ্ছে 2,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার

অফিসিয়ালি ঘোষণা করা হয়ে গেছে Vivo S1 আগামী 7 আগস্ট ভারতে লঞ্চ করা হবে। কিন্তু আজ থেকেই কোম্পানি ফোনটির প্রিবুকিং শুরু করে দিয়েছে। Vivo S1 মূলত অফলাইন স্টোরে সেল করা হবে এবং আজ থেকে স্টোরে গিয়ে গ্ৰাহক নিজের ফোন বুক করতে পারবেন। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই ফোনটির সেল 7 আগস্ট সন্ধ্যা 6টা থেকে শুরু হবে এবং যারা এখন ফোনটির প্রিবুকিং করবেন তাদের বিশেষ অফার‌ও দেওয়া হবে। এই ফোনে পেটিএম ক‍্যাশব‍্যাক ছাড়াও এইচডিএফসি ও ইনস্টা ক‍্যাশব‍্যাক অফার‌ও দেওয়া হবে। Vivo S1 এর এই প্রিবুকিং 1 আগস্ট থেকে শুরু করে 7 আগস্ট পর্যন্ত চলবে। আপনিও যদি এই ফোনটি প্রিবুক করতে চান তবে আপনাকে 2,000 টাকা জমা দিতে হবে।

BSNL রিভাইস করলো এই প্ল‍্যানটি, জিও ও ভোডাফোনের জন্য কড়া টক্কর

শুরুতে কোম্পানির পক্ষ থেকে Vivo S1 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি মডেলের জন্য প্রিবুকিং নেওয়া হচ্ছিল। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি কিন্তু কোম্পানি জানিয়েছে কাল থেকে প্রায় সমস্ত ভিভো পার্টনার স্টোরে লাইভ ডেমোর জন্য ফোন চলে আসবে। যারা ফোনের প্রিবুকিং করে রাখছেন তাদের 2,500 টাকার পেটিএম ক‍্যাশ কুপন দেওয়া হবে। এছাড়াও যদি আপনি ফোন কেনার সময় এইচডিএফসি ব‍্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব‍্যবহার করেন তবে অতিরিক্ত 7.5 শতাংশ ক‍্যাশব‍্যাক দেওয়া হবে। এছাড়া 10 শতাংশের ইনস্টাক‍্যাশ অ্যাপ ভ‍্যালুও দেওয়া হবে।

Vivo S1 স্পেসিফিকেশন
ভারতে লঞ্চ হ‌ওয়ার আগে এই ফোনটি মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছে। তাই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন আগে থেকেই জানা গেছে। ভারতেও এর একাধিক লিক প্রকাশ পেয়েছে এবং এই লিকের ফোনটির স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হ‌ওয়া ফোনটির স্পেসিফিকেশন প্রায় এক। এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে।

ক্ষতিগ্রস্ত JioPhone এর ব‍্যাটারী, তদন্তে নেমেছে কোম্পানি

এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আপাতত ভারতে ফোনটির 4 জিবি র‍্যামের প্রিবুকিং চালু হয়েছে কিন্তু এই ফোনটির 6 জিবি ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পাঁঁচটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Nova 5i Pro, 8 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে 4000 এম‌এএইচের ব‍্যাটারী

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here