এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 এর ব‍্যাক প‍্যানেল হল লিক, এতে থাকবে ডুয়েল ক‍্যামেরা

কিছু দিন আগে স‍্যামসাং জানিয়েছিল কোম্পানি খুব তাড়াতাড়ি গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি আরও জানিয়েছিল এই মাসেই একটি ফোন লঞ্চ করবে। এবছর অর্থাৎ 2019 সালে স‍্যামসাং একদম নতুন করে নিজেকে তুলে ধরেছে এবং এর সূচনা হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের হাত ধরে। মনে করা হচ্ছে কোম্পানির নতুন গ‍্যালাক্সি এ সিরিজের ফোনগুলিও যথেষ্ট শক্তিশালী হবে। এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে গ‍্যালাক্সি এ সিরিজ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি তবে বিভিন্ন লিকের মাধ্যমে খবর পাওয়া গেছে কোম্পানি সবার আগে গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ30 ও গ‍্যালাক্সি এ20 ফোনগুলি পেশ করবে। কিছু দিন আগে আমরা গ‍্যালাক্সি এ50 এর ব‍্যাক প‍্যানেলের লিক ফোটো পেশ করেছিলাম। এবার আমাদের কাছে গ‍্যালাক্সি এ50 এর এক্সক্লুসিভ খবর আছে।

ডুয়েল ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল ভিভোর সস্তা ফোন ইউ1

আমরা স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 এর ব‍্যাক কভার পেয়েছি। এই কভার দেখে ফোনের ডিজাইন সম্পর্কে খুব সহজেই ধারণা করা যায়। ফোটোয় দেখা যাচ্ছে এর বডি পলিকার্বনেট দিয়ে তৈরি। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং তার নিচেই লাউডস্পীকার গ্ৰিল আছে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার নেই। আশা করা যায় ফোনটিতে ফেস আনলক ফিচার দেওয়া হবে।


ফোনের নিচের প‍্যানেল লক্ষ্য করলে দেখা যায় এতে মাইক্রো ইউএসবি 2.0 স্লট দেওয়া হয়েছে। এর সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক‌ও আছে। একটি ছোট মাইক্রোফোন হোল দেখা গেছে। দেখা যাচ্ছে সাইড প‍্যানেলের একদিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটনের স্লট দেওয়া হয়েছে এবং অন‍্যদিকে সিমের জন্য স্লট দেওয়া হয়েছে।

48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো

91মোবাইলসের কাছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 এর ডিজাইন সম্পর্কে কিছু তথ্য আছে। এই ফোনে দুটি সিমের সঙ্গে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে। গ‍্যালাক্সি এ50 ও গ‍্যালাক্সি এ10 এর মতো গ‍্যালাক্সি এ20 তেও ভি শেপের নচ দেখা যাবে। জানা গেছে এই সিরিজ অফলাইন স্টোরের জন্য হতে পারে। কিছু দিন আগে লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও এম20 অনলাইনে পেশ করা হয়েছিল কিন্তু গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোনগুলি অফলাইন স্টোরে বেচা হবে।


স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 সম্পর্কে এখনও পর্যন্ত একাধিক লিক বেরিয়েছে। লিক অনুযায়ী ফোনটিতে 3 জিবি র‍্যাম দেওয়া হতে পারে এবং ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত হবে। গ‍্যালাক্সি এ20 স‍্যামসাঙের‌ই এক্সনস 7885 চিপসেটে রান করতে পারে এবং এতে অক্টাকোর প্রসেসর দেখা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here