ডুয়েল ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল ভিভোর সস্তা ফোন ইউ1

কিছু দিন আগে জানা যায় ভিভো খুব তাড়াতাড়ি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আরও জানা যায় এবার একদম নতুন একটি সিরিজে স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানি ইউ1 নামে নতুন ফোন পেশ করতে পারে। আজ কোম্পানি এই ফোনটির ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। মাঝারি রেঞ্জের এই ফোনটি দেখতে যথেষ্ট স্টাইলিশ ও ফিচারের দিক থেকেও অনেক অ্যাডভান্স। আপাতত ফোনটি চীনে লঞ্চ করা হলেও খুব তাড়াতাড়ি ফোনটি ভারতেও লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অরা, অরা রেড ও স্ট্ররী নাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

জিওনি কম দামে অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ করল এফ205 প্রো, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

ভিভো ইউ1 এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে ভিভো ইউ1 গ্লাস ফিনিশিং পলিকার্বনেট বডির সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 6.2 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে। কোম্পানি এতে 2.5ডি কার্ভড গ্লাস ব‍্যবহার করেছে। স্ক্রিন প্রোটেকশন সম্পর্কে কোম্পানির তরফ থেকে কোনো তথ্য জানা যায়নি।

ভিভো ইউ1 কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এতে 1.95 গিডাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটির 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এতে 256 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে। ফোনের প্রসেসর তুলনামূলক ভাবে পুরোনো বলা যেতে পারে।

ভিভোর এই ফোনটি ফনটাচ ওএস 4.5 এ কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। যদিও এই অপারেটিং সিস্টেম এখন পুরোনো হয়ে গেছে। এটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গেও পেশ করা যেত।

12 জিবি র‍্যাম ও 48 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমির শক্তিশালী স্মার্টফোন মি 9

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য ভিভো ইউ1 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে। এতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও আছে।

কানেক্টিভিটি
এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এতে মাইক্রোইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,030 এম‌এএইচের বড় ব‍্যাটারী আছে।

ফোনটি চীনে 1,199 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 11,000 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here