48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো

গত কয়েক দিন ধরে ভিভোর আগামী স্মার্টফোন ভিভো ভি15 প্রো সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। কোম্পানি অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে ফোনটি 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। আজ এই ফোনটির ওপর থেকে পর্দা তুলে নেওয়া হয়েছে। কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রথম ফ্ল‍্যাগশিপ ফোন ভি15 প্রো লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার মতো ফিচার দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 6 মার্চ থেকে সেল করা হবে এবং এটি অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়ার সঙ্গে অফলাইন স্টোর থেকেও কেনা যাবে। এই ফোনের প্রাথমিক দাম 29,990 টাকা রাখা হয়েছে।

ডুয়েল ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল ভিভোর সস্তা ফোন ইউ1

ক‍্যামেরা
ভিভো ভি15 প্রোর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এর ক‍্যামেরা অন‍্যতম। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেল পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা সেলফি তোলার সময় ফোন বডির বাইরে বেরিয়ে আসে ফোটো তোলা আবার ফোন বডির ভেতরে চলে যাবে। এই ফিচার কোম্পানি গত বছর লঞ্চ করা ভিভো নেক্সে ব‍্যবহার করেছে। এর সেলফি ক‍্যামেরাটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের। ব‍্যাক প‍্যানেলে প্রাইমারি সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের (12 × 4)। এতে পিক্সেল বাইনিং টেকনিকের ব‍্যবহার করা হয়েছে যা 12 এমপির সেন্সর হয়েও 48 এমপির ফোটো তুলতে সক্ষম। দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর। সব মিলিয়ে ক‍্যামেরা সেগমেন্ট যথেষ্ট অ্যাডভান্স ও শক্তিশালী।

স্পেসিফিকেশন
ভিভো ভি15 প্রো গ্লাস ফিনিশের সঙ্গে পেশ করা হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণ বেজল লেস। কোম্পানি এতে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ (1080 × 2316 পিক্সেল রেজলিউশন) স্ক্রিন দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা বলা যেতে পারে যে এই ফোনে সুপার এমোলেড স্ক্রিন প‍্যানেলের ব‍্যবহার করা হয়েছে যা উন্নত কোয়ালিটীর জন্য সুপরিচিত।

জিওনি কম দামে অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ করল এফ205 প্রো, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে এবং এতে অক্টাকোর প্রসেসর (2 × 2.0 গিগাহার্টসের ক্রিও 460 গোল্ড ও 6×1.7 গিগাহার্টসের ক্রিও 460 সিলভার) দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের নতুন প্রসেসর যা দুর্দান্ত প্রসেসিঙের জন্য পরিচিত। কোম্পানি ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে পেশ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি ভিভোর ফনটাচ ওএসে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইযুক্ত।

কানেক্টিভিটি ফিচার
ভিভো ভি15 প্রোতে ডুয়েল সিম ব্যবহার করা যায় এবং উভয় সিমে 4জি ব‍্যবহার করা যায়। এছাড়া ওয়াইফাই ও ব্লুটুথ আছেই। সবচেয়ে বড় কথা এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা এই ফোনের একটি প্রিমিয়াম ফিচার। ডেটা ও চার্জিঙের জন্য এতে মাইক্রোইউএসবি পোর্ট দেওয়া হয়েছে এবং এটিই একটি খামতি বলা যেতে পারে। এই রেঞ্জের ফোনে ইউএসবি টাইপ সি আশা করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here