Facebook Messenger-এ এল তিনটি নতুন ফিচার, QR কোডের মাধ্যমে ইউজাররা করতে পারবে পেমেন্ট

সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক তাদের ম‍্যাসেজিং অ্যাপ ম‍্যাসেঞ্জারের জন্য তিনটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা QR Code স্ক‍্যান করে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও নতুন ফিচার হিসেবে আনা হয়েছে কুইক রিপ্লাই ও নতুন চ‍্যাট থীম। ফেসবুক তাদের আমেরিকার ইউজারদের জন্য কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট ফিচার নিয়ে এসেছে। এই ফিচার ব‍্যবহার করে ফেসবুক পে এর সাহায্যে কিউআর কোড স্ক‍্যান করে ইউজাররা টাকা পাঠাতে এবং রিকোয়েস্ট করতে পারবেন।

QR Code ও পেমেন্ট লিঙ্ক

ফেসবুক ম‍্যাসেঞ্জারের এই নতুন ফিচার আসার পর এবার ইউজারদের আলাদা করে ‘ফেসবুক পে’ অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। অ্যাপে ইউজারদের কিউআর কোড ও পেমেন্ট লিঙ্ক পাওয়ার জন্য ফেসবুক ইউজারদের ম‍্যাসেঞ্জারের সেটিংস মেনুতে যেতে হবে। এখানে ‘ফেসবুক পে’ অপশন খুঁজে এখান থেকেই পেমেন্ট লিঙ্ক শেয়ার ও পেমেন্ট করার জন্য কিউআর কোড স্ক‍্যান করা যাবে।

কুইক রিপ্লাই বার

ফেসবুক তাদের ম‍্যাসেঞ্জার অ্যাপে নতুন কুইক রিপ্লাই বারের সাপোর্ট যোগ করেছে। এর জন্য কোম্পানি ম‍্যাসেঞ্জার মিডিয়া ভিউয়ারে কুইক রিপ্লাই বার অ্যাড করেছে। এখানে ট‍্যাপ করলে ফোটো, ভিডিও ও কুইক রিপ্লাইয়ের অপশন পাওয়া যাবে।

নতুন চ‍্যাট থীম

ফেসবুক তাদের ম‍্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য নতুন চ‍্যাট থীম সেল‌আউট করেছে। কোম্পানির পক্ষ থেকে অলিভিয়া নিউ অ্যালবাম, সোর, ওয়ার্ল্ড ওসিয়ান ডে ও এফ9 এর মতো চ‍্যাট থীম আনা হয়েছে। ইউজাররা ম‍্যাসেঞ্জারের সেটিংস মেনুতে গিয়ে নিজের পছন্দসই থীম সেট করতে পারবেন।

এর আগে এই মাসের শুরুতে কোম্পানি তাদের অ্যানুয়াল ডেভেলপার্স কনফারেন্সে ভিডিও কলে এআর যুক্ত ফিল্টার ফিচার যোগ করেছিল। ফেসবুকের পক্ষ থেকে এই ফিচার ম‍্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম উভয় প্ল‍্যাটফর্মে সেল‌আউট করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here