ভারতে ক্রমবর্ধমান “Made In India” স্মার্টফোনের চাহিদা পূরণ করার জন্য আরও এক টেক কোম্পানি এই রেসে অংশগ্রহণ করেছে। বিগত কিছু দিন ধরে Lava ও Micromax তাদের ফোন লঞ্চের পর এবার ভারতের মোবাইল মার্কেটে ইন্ডিয়ান টেক ফার্ম FESSChain তাদের নতুন স্মার্টফোন সিরিজ পেশ করেছে। ফেসচেইন কোম্পানি তাদের Inblock ব্র্যান্ডে এক সঙ্গে তিনটি নতুন BlockChain স্মার্টফোন Inblock E10, E12 ও E15 লঞ্চ করেছে।
আরও পড়ুন: ভারতীয় অ্যাপে Google ও Microsoft এর 100 মিলিয়ন ডলার, তৈরি হবে দেশী টিকটক
প্রথমেই জানিয়ে রাখি, এগুলি ভারতের প্রথম ব্লকচেইন স্মার্টফোন। ব্লকচেইন এমন এক ধরনের ডিসেন্ট্রালাইজ ডিজিটাল লেজার যার মাধ্যমে ট্রানজংকশন এবং অন্যান্য এগুরুত্বপূর্ণ প্রক্রিয়া এমনভাবে সেভ করা হয় যাতে সেগুলি হ্যাক করা অসম্ভব হয়ে যায়। অর্থাৎ ইনব্লক ব্র্যান্ডের ফোনগুলি এতটাই সিকিওর ও সুরক্ষিত যে ইউজারের ডেটা চুরি করা যাবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই তিনটি স্মার্টফোন “আত্মনির্ভর ভারত’ ক্যাম্পেনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
কম দামে ধামাকা
কোম্পানির নতুন তিনটি ফোনের মধ্যে Inblock E10 ফোনটি সবচেয়ে সস্তা। ফোনটির ছোট ভেরিয়েন্টে 1 জিবি র্যামের সঙ্গে 16 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 4,999 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 2 জিবি র্যাম ও 16 জিবি স্টোরেজ আছে এবং এই ভেরিয়েন্টের দাম 5,999 টাকা।
আরও পড়ুন: আপনিও কি করছেন ভারতে PUBG আসার অপেক্ষা? জেনে নিন কবে হবে রিলিজ
Inblock E10 ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে 3 জিবি র্যামসহ 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে ও এর দাম 6,499 টাকা। কোম্পানির পক্ষ থেকে Inblock E12 ফোনটি 7,450 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির নতুন তিনটি ফোনের মধ্যে সবচেয়ে দামি ও শক্তিশালী ফোন হল Inblock E15। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 8,600 টাকা এবং এর বড় ভেরিয়েন্টটি 11,999 টাকা দামে সেল করা হবে। ব্র্যান্ডের সবকটি স্মার্টফোন 2021 সালের 1 জানুয়ারি থেকে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে সেল করা হবে।
সুন্দর ফিচার
কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে এই ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে জানা গেছে এই তিনটি ইনব্লক স্মার্টফোন অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোফোকাস ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। জানা গেছে ইনব্লক ফোনগুলিতে ডিজিটাল ট্রেডিং, এক্সচেঞ্জ ও ওয়ালেটের জন্য ওয়ান স্টপ অ্যাকসেস পাওয়া যাবে যা ডিজিটাল ট্রানজংকশনকে আরও সিকিওর করে তোলে।
আরও পড়ুন: OnePlus Nord SE এর সবচেয়ে বড় খবর, জেনে নিন এই ফোনের বিশেষত্ব
খারাপ হলে পাওয়া যাবে নতুন ফোন
কোম্পানি জানিয়েছে, ইনব্লক স্মার্টফোনে ইউজাররা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে ফোন নিয়ে সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নেই বরং সার্ভিস টীম স্বয়ং গ্ৰাহকদের বাড়িতে ফোন ঠিক করার জন্য পৌঁছে যাবে। আরও জানানো হয়েছে এই তিনটি ফোন তৈরি করতে কোনো চাইনিজ পার্ট ব্যবহার করা হয়নি, সমস্ত পার্ট আনা হয়েছে দুবাই থেকে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন