15,000 টাকা পর্যন্ত দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে Google Pixel 7 Pro এবং Pixel 7 স্মার্টফোনে, জেনে নিন বিস্তারিত

Highlights

  • Google Pixel 7 Pro ফোনের লঞ্চ প্রাইস 84,999 টাকা।
  • ফ্লিপকার্টে এই ফোনের অফার প্রাইস 69,999 টাকা।
  • 10 শতাংশ ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে।

আগামী 4-মে Flipkart-এ বিগ সেভিংস ডে সেল শুরু হতে চলেছে। এই সেলে স্মার্টফোনসহ অন‍্যান‍্য প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। এই ই-কমার্স সাইটটি তাদের আপকামিং সেলের ডিল এবং অফার টিজ করছে। এবার ফ্লিপকার্ট Pixel 7 এবং Pixel 7 Pro স্মার্টফোনের অফার প্রকাশ‍্যে এনেছে। এই আর্টিকেলে স্মার্টফোনদুটির ডিল সম্পর্কিত তথ্য শেয়ার করা হল। আরও পড়ুন: টেক জগতে ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে চলেছে Nothing! Samsung-এর সঙ্গে টক্কর হতে চলেছে Nothing Fold (1) ফোনের

Google Pixel 7 Pro এবং Pixel 7 ফোনের অফার

ভারতে Google Pixel 7 Pro স্মার্টফোন‌টি 84,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এই ফোনটি এখন ফ্লিপকার্টে 69,999 টাকা দামে কেনা যাবে। এর সঙ্গে‌ই কিছু নির্দিষ্ট ব‍্যাঙ্কের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে 10 শতাংশের ডিসকাউন্ট‌ও পাওয়া যাবে। এছাড়া পুরোনো ফোন এক্সচেঞ্জের করলে ফ্লিপকার্ট থেকে 28,250 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট অফারের সুবিধাও পাওয়া যাবে।

আগামী 4 মে থেকে ফ্লিপকার্টে‌র সেলে Pixel 7 Pro স্মার্টফোন‌টি 65,999 টাকা দামে সেল করা হবে। এই সেলে এক্সচেঞ্জ এবং ব‍্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা‌ও পাওয়া যাবে। এই ফোনটি 12GB র‍্যাম এবং 128GB স্টোরেজসহ ব্ল‍্যাক, হোয়াইট এবং গ্রে কালারে বিক্রি‌ করা হয়। আরও পড়ুন: Realme-এর পঞ্চম বর্ষপূর্তিতে একগুচ্ছ অফার! সেল উপলক্ষে লো বাজেটে পাবেন প্রচুর ফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছু

Pixel 7 স্মার্টফোন‌টি Flipkart Big Saving Days সেলে 15,000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে। গুগলের এই ফোনটির দাম 69,999 টাকা। ফ্লিপকার্টে‌র এই সেলে ফোনটি 44,999 টাকায় কেনা যাবে। প্রাইস কাট, ব‍্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার ধরে ফোনটির এই ডিসকাউন্ট দাম। Pixel 7 স্মার্টফোন‌টিকে কোম্পানি 8GB র‍্যাম ও 128GB স্টোরেজেরসহ লাইম, হোয়াইট এবং ব্ল‍্যাক এই তিনটি কালারে পেশ করেছে।

Google Pixel 7 এবং Pixel 7 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে : Google Pixel 7 Pro ফোনে 6.7-ইঞ্চির 120Hz রিফ্রেশরেট‌যুক্ত QHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে Pixel 7 ফোনটিতে 90Hz রিফ্রেশরেট‌যুক্ত 6.1-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আরও পড়ুন: সন্ত্রাসের বিরুদ্ধে মোদী সরকারের ডিজিটাল স্ট্রাইক! 14টি মোবাইল ম‍্যাসেঞ্জার অ্যাপ ব্লক করল কেন্দ্র সরকার

প্রসেসর : গুগলের এই দুটি স্মার্টফোনেই কোম্পানির নিজস্ব ডেভেলপ করা Tensor G2 প্রসেসর দেওয়া হয়েছে।

ক‍্যামেরা : Pixel 7 Pro ফোনে 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা, 48MP টেলিফোটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন‍্যত্র Pixel 7 ফোনটিতে 50MP ওয়াইড ক‍্যামেরাসহ 12MP-এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি ক‍্যামেরা হিসেবে দুটি ফোনেই 10.8MP-এর ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। আরও পড়ুন: ফ্রিতে ওয়েব সিরিজ এবং মুভি দেখার জন্য এখনই ডাউনলোড করুন এর মধ্যে যে কোনো অ্যাপ, রইল তালিকা

ব‍্যাটারি : Pixel 7 Pro স্মার্টফোনে 5,000mAh এর ব‍্যাটারি এবং Pixel 7 ফোনে 4,355mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। গুগলের এই দুটি ফোনই 30W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এছাড়া পিক্সেল স্মার্টফোন‌টি Qi-সার্টিফাইড ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।

র‍্যাম এবং স্টোরেজ : Goole Pixel 7 Pro স্মার্টফোনটি 12GB র‍্যাম এবং 128GB স্টোরেজসহ মার্কেটে পেশ করা হয়েছে। অন্যদিকে Google Pixel 7 ফোনে 8GB র‍্যামসহ 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজের দুটি অপশন পাওয়া যায়। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটের মাধ্যমে লিক হল Vivo S17e ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Flipkart Big Saving Days সেল

আগামী 4-মে Flipkart এর বিগ সেভিংস ডে সেল শুরু হয়ে যাবে। এই সেলে ফ্লিপকার্টে‌র 80 শতাংশ প্রোডাক্টে ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। ফ্লিপকার্ট আপকামিং সেল সম্পর্কে টিজ করে জানিয়েছে ইলেকট্রনিক আইটেমে 80 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, টিভি এবং অ্যাপ্লায়েন্সে 70 শতাংশের ডিসকাউন্ট এবং জামা-কাপড় ও জুতোয় 80 শতাংশের ডিসকাউন্ট অফার পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here