টেক জগতে ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে চলেছে Nothing! Samsung-এর সঙ্গে টক্কর হতে চলেছে Nothing Fold (1) ফোনের

Highlights

  • Nothing Fold (1) ফোনের অফিসিয়াল ঘোষণা করেছে কোম্পানি।
  • নাথিং এই ফোনের অফিসিয়াল রেন্ডার ইমেজ শেয়ার করেছে।
  • নাথিং ফোন 1 ফোন সম্পর্কিত তথ্য টুইটারে শেয়ার করেছে কোম্পানি।

ট্রান্সপারেন্ট বডি এবং অতুলনীয় লুকের Nothing Phone (1)-এর মাধ্যমে মার্কেটে প্রশংসিত হ‌ওয়ার পর ‘নাথিং‘ ব্র‍্যান্ড এবার একটি অন্য ডিজাইনের ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী তারা একটি ফোল্ডেবেল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এবং ব্র‍্যান্ডের পক্ষ থেকে এই ফোনটিকে Nothing Fold (1) নামে মার্কেটে পেশ করা হতে পারে। কোম্পানির এই মোবাইলের সাথে প্রিমিয়াম ক‍্যাটাগরির Samsung Galaxy Z Fold ফোনের সাথে প্রতিযোগিতা হতে চলেছে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: Realme-এর পঞ্চম বর্ষপূর্তিতে একগুচ্ছ অফার! সেল উপলক্ষে লো বাজেটে পাবেন প্রচুর ফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছু

ফোনের ইমেজ শেয়ার করেছে কোম্পানি

Nothing Fold (1) ফোনের অফিসিয়াল রেন্ডার ইমেজ প্রকাশ‍্যে এসে গেছে। ফোনটির এই ফোটো স্বয়ং কোম্পানির পক্ষ থেকে তাদের টুইটার হ‍্যান্ডেলে পোস্ট করা হয়েছে। টুইটারে আপকামিং ফোনের 3টি ফটোর মাধ্যমে এটির লুক এবং ডিজাইন সংক্রান্ত তথ্য জানা গেছে। কোম্পানি এই ফটোগুলির সঙ্গে ফোনের নামও ঘোষণা করেছে। ফোনের এই রেন্ডার ইমেজ কোম্পানির কমিউনিটি মেম্বার তৈরি করেছে এবং নীচে ইমেজগুলি দেখতে পারবেন।

Nothing Fold (1)-এর সম্ভাব‍্য ডিজাইন

  • ফোল্ডেবেল বডি
  • ফ্ল‍্যাট স্ক্রিন

ব্র‍্যান্ডের শেয়ার করা রেন্ডার ইমেজে তাদের আপকামিং ফোল্ডেবেল স্মার্টফোনে রাউন্ড শেপের এজ যুক্ত ফ্ল‍্যাট স্ক্রিন দেখা গেছে। ফটোতে ডিসপ্লে‌র চারদিকে ন‍্যারো বেজল দেখা গেছে। ফোনের বাইরের ডিসপ্লে‌টিতেও রাউন্ড এজ লক্ষ করা গেছে। ফোল্ড বডি দুটির মাঝের হিঞ্জে Nothing লেখা আছে। আরও পড়ুন: সন্ত্রাসের বিরুদ্ধে মোদী সরকারের ডিজিটাল স্ট্রাইক! 14টি মোবাইল ম‍্যাসেঞ্জার অ্যাপ ব্লক করল কেন্দ্র সরকার

নাথিং ফোল্ড 1 ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফটোতে স্পষ্ট দেখা যায়নি তবে এটি রাউন্ড শেপের হতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানির শেয়ার করা ইমেজে ফোনের লোয়ার প‍্যানেলে কোনো ইউএসবি পোর্ট অথবা স্পীকার গ্রীল দেখা যায়নি। এই ফোনের উপরের বডিতে ইউএসবি পোর্ট এবং স্পীকার গ্রীল থাকতে পারে অথবা পরবর্তী সময়ে এই ডিজাইনে পরিবর্তন হতে পারে বলে আমরা আশা করছি।

Nothing Fold (1)-এর সম্ভাব‍্য ফিচার

  • ট্রান্সপারেন্ট বডি
  • Glyph লাইটিং
  • ওয়ারলেস চার্জিং

নাথিং ফোল্ড 1 ফোনেও ট্রান্সপারেন্ট বডি দেখা যাবে কিনা তা এখনই স্পষ্ট নয় তবে আশা করা হচ্ছে কোম্পানি তাদের ট্রান্সপারেন্ট বডির পরিচয়ের সঙ্গেই এই নতুন ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে পারে। নতুন Nothing Fold (1) ফোনে ট্রান্সপারেন্ট বডি এলিমেন্ট ব‍্যবহৃত হতে পারে। ট্রান্সপারেন্ট বডির ফলে ফোল্ডেবেল ফোনের ভিতরের পার্টস বডির বাইরে থেকে দেখা যাবে। আরও পড়ুন: ফ্রিতে ওয়েব সিরিজ এবং মুভি দেখার জন্য এখনই ডাউনলোড করুন এর মধ্যে যে কোনো অ্যাপ, রইল তালিকা

Nothing Fold (1) ফোনে Glyph লাইটিঙের ব‍্যবহার করতে পারে কোম্পানি। ফোন বডিতে লাগানো এই লাইটটি নোটিফিকেশন এবং কল আসলে ব্লিংক হয়। কোম্পানি এই ফোনে এমোলেড স্ক্রিন, ডুয়াল ক‍্যামেরা এবং ওয়ারলেস চার্জিং ফিচার দিতে পারে বলে আশা করা হচ্ছে। টুইটারে কোম্পানির শেয়ার করা Nothing Fold (1)-এর রেন্ডার ইমেজ দেখে এখনই এটিকে ফাইনাল ডিজাইন বলে ধরে নেওয়া হচ্ছে না।

Samsung Galaxy Z Fold-এর সঙ্গে প্রতিযোগিতা হবে Nothing Fold (1) এর

ফোল্ডেবেল ফোনের মার্কেটে স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি জেড ফোল্ড সিরিজের দৌলতে বেশ প্রসিদ্ধ। এছাড়া OPPO, Vivo এবং Tecno ব্র‍্যান্ড‌ও তাদের ফোল্ডেবেল ফোন লঞ্চ করেছে। এবার নাথিং ব্র‍্যান্ডের‌ নাম‌ও এই লিস্টে যোগ হতে চলেছে। নাথিং ব্র‍্যান্ড মূলত ফ্ল‍্যাগশিপ এবং প্রিমিয়াম ক‍্যাটাগরির ফোন ব্র‍্যান্ড হিসেবে পরিচিত। আপকামিং Nothing Fold (1) ফোনের সঙ্গে Samsung Galaxy Z Fold ফোনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটের মাধ্যমে লিক হল Vivo S17e ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here