Xiaomi কে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে Nokia, Flipkart এর সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ করবে স্মার্ট টিভি

র্ট টিভির ক্রেজ যে হারে বাড়ছে তা দেখে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলিও তাদের ব্র‍্যান্ডের টিভি লঞ্চ করা শুরু করেছে। এই উদ্দেশ্য নিয়ে কিছু দিন আগে ওয়ানপ্লাস ও মোটোরোলা তাদের স্মার্ট টিভি লঞ্চ করেছে। এবার এই লিস্টে Nokia নাম লেখাতে চলেছে। এবার Nokia ও তাদের স্মার্ট টিভি লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। 

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Hyper, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

Nokia তাদের স্মার্ট টিভি লঞ্চের ব‍্যাপারে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের সঙ্গে পার্টনারশিপ সম্পর্কে ঘোষণা করেছে। অন‍্যদিকে ফ্লিপকার্ট‌ও জানিয়ে দিয়েছে তারা Nokia এর স্মার্ট টিভি বিক্রি করবে। জানিয়ে রাখি মোটোরোলাও ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়ে ভারতে তাদের স্মার্ট টিভি লঞ্চ করেছিল।

এরপর ফ্লিপকার্ট জানিয়েছে এই পার্টনারশিপের মাধ্যমে তারা আরও ভালো করে ভারতীয় গ্ৰাহকদের চাহিদা ও প্রয়োজন সম্পর্কে বুঝতে পারবেন। এইসব তথ্য বিচার করে কোম্পানি তাদের পরবর্তী টিভির ম‍্যানুফ‍্যাকচারিং ও ডিস্ট্রিবিউশন সম্পর্কে সিদ্ধান্ত নেবে। 

আরও পড়ুন : ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে আরও একবার পাকিস্তানের থেকে পিছিয়ে ভারত, চলে এল নতুন রিপোর্ট

ফ্লিপকার্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে Nokia কোম্পানির স্মার্ট টিভি বিশেষ স্পীকারের সঙ্গে লঞ্চ করা হবে যা জেবিএল সাউন্ড প্রোগ্রামে কাজ করবে। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে জেবিএল বাই হার্মান বেস্ট অডিও প্রোডাক্ট তৈরি করার জন্য যথেষ্ট সুপরিচিত। 

Nokia তাদের আগামী স্মার্ট টিভির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানায়নি। এই টিভির লঞ্চ ডেট সম্পর্কেও কিছু বলা হয়নি। তবে আশা করা হচ্ছে এই টিভি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে। 

আরও পড়ুন : ফ্লিপকার্টে লিস্টেড হল 64 মেগাপিক্সেল‌ওয়ালা Realme X2 Pro, ভারতে লঞ্চ হবে 20 নভেম্বর

মনে করা হচ্ছে ডিজাইন ও স্পেসিফিকেশনের দিক থেকে Nokia কোম্পানির স্মার্ট টিভি অনেকটা মোটোরোলার স্মার্ট টিভির মতো হবে। তবে দামের দিক থেকে যথেষ্ট পার্থক্য হবে বলে মনে করা হচ্ছে। 

টেক জগতে Nokia স্মার্ট টিভি লঞ্চ হ‌ওয়ার পর শাওমিকে নতুন প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। যদি Nokia স্মার্ট টিভি কম দামে পেশ করা হয় তবে টেক জগতে স্মার্ট টিভির ক্ষেত্রে আমুল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here