ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে আরও একবার পাকিস্তানের থেকে পিছিয়ে ভারত, চলে এল নতুন রিপোর্ট

বর্তমান সময়ে ভারতে যত দ্রুত ইন্টারনেট ইউজারদের সংখ্যা বেড়ে চলছে, তার থেকে কয়েক গুণ দ্রুত গতিতে বেড়ে চলেছে ইন্টারনেটের ব‍্যবহার। কিন্তু ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে আমরা সবচেয়ে পিছিয়ে। মোবাইল ব্রডব্যান্ড স্পীডের ক্ষেত্রে ভারত এবছর অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর মাসে 128তম স্থান দখল করেছে। ভারত এতটাই পেছনে পড়ে গেছে যে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির থেকেও পিছিয়ে পড়েছি। এই লিস্টে ভারত অন‍্যান‍্য দেশ যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের থেকে পিছিয়ে পড়েছে। 

আরও পড়ুন : 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, অ্যান্ড্রয়েড 10 এবং 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A51

ইন্টারনেট স্পীড সম্পর্কিত এই রিপোর্ট Ookla পেশ করেছে। জানিয়ে রাখি Ookla এর স্পীডটেস্ট গ্লোবাল ইন্ডেক্স থেকে জানা গেছে গ্লোবাল গড় ডাউনলোড স্পীড 29.5 এমবিপিএস এবং গড় আপলোড স্পীড 11.34 এমবিপিএস মাপা হয়েছে। রিপোর্ট অনুযায়ী গ্লোবাল চার্টে সাউথ কোরিয়া টপে আছে। 

সাউথ কোরিয়া 95.11 এমবিপিএস ডাউনলোড স্পীড এবং 17.55 এমবিপিএস আপলোড স্পীডের সঙ্গে রেকর্ড গড়েছে। অন‍্যদিকে ভারতের ক্ষেত্রে গড় ডাউনলোড স্পীড 11.18 এমবিপিএস এবং গড় আপলোড স্পীড 4.38 এমবিপিএস ছিল। 

আরও পড়ুন : ওপেন সেলে পাওয়া যাবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Redmi 8A, মাত্র 6,499 টাকা দামে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

জানিয়ে রাখি Ookla এর তথ্য অনুযায়ী ভারতে 2019 সালের দ্বিতীয় এবং তৃতীয় তিনমাসে ফিক্সড ব্রডব্যান্ড স্পীড 16.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সেপ্টেম্বরে এই স্পীড 34.07 এমবিপিএস পেরিয়ে গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে Hathway দ্বিতীয় স্থানে ছিল। Hathway দ্বিতীয় স্থানে দীর্ঘদিন ধরেই টিকে রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় পজিশনে থাকা Hathway এর টপ স্পীড ছিল 33.69 এমবিপিএস।

দেশের অন‍্যতম টেলিকম কোম্পানি জিওর স্পীড আগস্ট মাসে কমে 17.52 এমবিপিএস হয়ে গেছিল এবং সেপ্টেম্বরে গিগাফাইবার সার্ভিস লঞ্চ হ‌ওয়ার পর স্পীড বেড়ে 41.52 এমবিপিএস হয়ে যায়। আশা করা হচ্ছে আগামী দিনের রিপোর্ট প্রকাশ পেলে জিওর স্পীডের ক্ষেত্রে যথেষ্ট বড় পরিবর্তন দেখা যাবে।

আরও পড়ুন : Mi Super Sale: Xiaomi ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন কখন কিভাবে কিনবেন

দেশের 15টি বড় শহরের ফিক্সড ও মোবাইল ডাউনলোড স্পীডের তুলনা করায় জিও এই বছর অর্থাৎ 2019 সালের দ্বিতীয় এবং তৃতীয় তিনমাসে 5টি বড় শহরে সবচেয়ে দ্রুত ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড দেওয়ার কৃতিত্ব হাসিল করেছে। ACT Fibernet 4টি শহরে ফাস্টেস্ট ইন্টারনেট প্রোভাইডার হিসেবে নিজেকে প্রমাণিত করেছে। অন‍্যদিকে Hathway কে চেন্নাইয়ের সবচেয়ে বেশি স্পীড দেওয়া ইন্টারনেট প্রোভাইডার বলা হয়েছে। লখনৌ ও জয়পুরে ACT Fibernet সবচেয়ে বেশি স্পীড স্কোর পেয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here