6 মাসের জন্য ফ্রি পাবেন JioCinema Premium সাবস্ক্রিপশন! জেনে নিন ডিটেইলস

Highlights

  • JioCinema Premium সাবস্ক্রিপশনের দাম 999 টাকা।
  • JioCinema Premium-এর এমন অনেক কন্টেন্ট রয়েছে যা Voot প্ল্যাটফর্মে পাওয়া যায়।
  • Jio Voot সিলেক্টের ইউজারদের 6 মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

JioCinema Premium সাবস্ক্রিপশন প্ল্যান কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছিল। এই প্ল্যানের দাম 999 টাকা। কিন্তু আপনি কি জানেন যে কোম্পানি তাদের VOOT Select ইউজারদের 6 মাসের জন্য ফ্রি JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রদান করছে। হ্যাঁ, আপনি যদি একজন Voot Select ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি 6 মাস পর্যন্ত JioCinema premium এ উপস্থিত কন্টেন্ট ফ্রিতে দেখতে পারেন। আরও পড়ুন: জেনে নিন Jio এবং Airtel থেকে ভিডিও কল করার সহজ পদ্ধতি

VOOT Select ইউজাররা ফ্রিতে পাবেন JioCinema Premium মেম্বারশিপ

Mysmartprice DesiDime-এর রিপোর্টের মাধ্যমে জানিয়েছে যে কোম্পানি VOOT সিলেক্ট ইউজারদের 6 মাসের জন্য একেবারে ফ্রিতে JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার করছে। এছাড়াও রিপোর্টে একজন Reddit ইউজারের স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। এই স্ক্রিনশটে Voot Support এর তরফে একটি মেইল দেখানো হয়েছে। এই মেইলে ইউজারদের জানানো হয়েছে যে তাদের Voot Select এর সাথে JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

Reddit ইউজার @Mr__7 ফ্রিতে JioCinem সাবস্ক্রিপশন দাবি করার জন্য প্রোমো কোড সহ VOOT এর থেকে প্রাপ্ত একটি স্ক্রিনশট পোস্ট করেছেন৷ পূর্ববর্তী রিপোর্ট অনুসারে JioCinema এবং VOOT-এর একীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই Voot ইউজারদের JioCinema প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হচ্ছে। আরও পড়ুন: মাত্র 49 টাকার সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এল Airtel, পাবেন এইসব সুবিধা

Voot এর মাধ্যমে এইভাবে পাবেন ফ্রি JioCinema সাবস্ক্রিপশন

এই অফারটি অর্থাৎ JioCinema এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার জন্য VOOT Select ইউজারদের JioCinema ওয়েবসাইটে তাদের পেমেন্টের ডিটেইলস লিখতে হবে।

  • সবার প্রথমে Voot Select ইউজারদের JioCinema-এর হেল্প সেন্টারে গিয়ে বিষয়টি জানাতে হবে।
  • তারপরে ইউজারদের Voot Select সাবস্ক্রিপশন যুক্ত ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে।
  • তারপর ডিটেইলসে গিয়ে Voot Select এর পেমেন্ট প্রুফ দিতে হবে এবং সাবমিট করতে হবে।
  • তারপরে আপনি আপনার ইমেল আইডিতে একটি প্রোমো কোড পাবেন।
  • Voot জুন পর্যন্ত নির্বাচিত গ্রাহকদের এই কোডটি প্রদান করবে।
  • কোড পাওয়ার পরে আপনার ফোনে JioCinema অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • তারপর হোম পেজে গিয়ে More এ ক্লিক করতে হবে। তারপর Subscribe Now তে যেতে হবে।
  • তারপরে আপনাকে Apply Promo Code অপশনে যেতে হবে এবং প্রোমো কোড লিখে আবেদন করতে হবে।
  • এই প্রোমো কোড ইউজারদের 3 বা 6 মাসের ফ্রি JioCinema সাবস্ক্রিপশন প্রদান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here