Offer : OnePlus Nord 3 এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাচ্ছে Nord Buds 2R, জেনে নিন কিভাবে

ওয়ানপ্লাস তাদের ফ্যানদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের 2,199 টাকা দামের OnePlus Nord Buds 2R বিনামূল্যে দেওয়া হচ্ছে। যেসব গ্রাহকরা OnePlus Nord 3 5G ফোনটি কিনবেন তাঁরাই এই অফার পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই অফার সম্পর্কে।

কী এই অফার?

OnePlus Nord 3 5G ফোনটির সঙ্গে কোম্পানি তাদের ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস্ OnePlus Nord Buds 2R বিনামূল্যে দিচ্ছে। এই ইয়ারবাডসের দাম 2,199 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনে এই অফার পাওয়া যাবে। সীমিত সময়ের জন্য এই অফার আনা হয়েছে এবং এই অফার 12 সেপ্টেম্বর শুরু হয়েছে ও চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা OnePlus Nord 3 5G ফোনটি কিনবেন তাঁরা বিনামূল্যে পাবেন Nord Buds 2R ইয়ারবাডস্।

কিভাবে পাবেন এই অসাধারণ অফার?

ওয়ানপ্লাস ওয়েবসাইট থেকে কিভাবে পাবেন অফার?

  1. Oneplus.in থেকে এই অফার উপভোগের জন্য প্রথমে কোম্পানির ওয়েবসাইট ওপেন করুন (এখানে ক্লিক করুন)
  2. মাইন পেজে গিয়ে ‘Phone’ সেগমেন্টে যান এবং OnePlus Nord 3 5G সিলেক্ট করুন।
  3. এবার ফোনের মেমরি ভেরিয়েন্ট সিলেক্ট করুন। এখানে 8GB RAM + 128GB Storage এবং 16GB RAM + 256GB Storage অপশন পাওয়া যাবে।
  4. স্টোরেজ ভেরিয়েন্টের পর কালার অপশন বেছে নিন। এক্ষেত্রে Tempest Gray এবং Misty Green অপশন রয়েছে।
  5. এই উইন্ডোতে স্ক্রল করে নিচের দিকে Benefits ট্যাব পাওয়া যাবে, এতে Free Gift অপশন সিলেক্ট করুন।
  6. এখানে OnePlus Nord Buds 2r এর কালার অপশন জানতে চাওয়া হবে। Deep Grey এবং Triple Blue এর মধ্যে জে কোন একটি বেছে নিন।
  7. Buy Now বাটনে ক্লিক করে নিজের সুবিধা অনুযায়ী পেমেন্ট করুন। নতুন OnePlus Nord 3 ফোনের সঙ্গেই একদম বিনামূল্যে পেয়ে যাবেন Nord Buds 2R।

আমাজন থেকে কিভাবে পাবেন অফার?

  1. শপিং সাইট আমাজন খুলে OnePlus Nord 3 5G সার্চ করুন অথবা এখানে ক্লিক করুন
  2. জানিয়ে রাখি আমাজনে ₹1000 অতিরিক্ত ছাড়ও পাওয়া যাচ্ছে। এর জন্য Coupon voucher ট্যাব সিলেক্ট করুন।
  3. এবার নিজের পছন্দ অনুযায়ী OnePlus Nord 3 ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন বেছে নিন।
  4. ভেরিয়েন্ট সিলেক্ট হয়ে গেলে পেমেন্ট মোডে যান। এখানে নিজে থেকেই Nord Buds 2r কার্টে অ্যাড হয়ে যাবে।

OnePlus Nord 3 5G এর দাম

  • 8GB RAM + 128GB Storage = ₹33,999
  • 16GB RAM + 256GB Storage = ₹37,999

OnePlus Nord 3 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 33,999 টাকা। একইভাবে ফোনটির টপ মডেল 16GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Tempest Gray এবং Misty Green কালারে সেল করা হয়।

OnePlus Nord 3 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OnePlus Nord 3 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেট, 10-বিট কালার ডেপ্থ এবং এইচডিআর10+ সাপোর্টেড 6.74-ইঞ্চির সুপার ফ্লুইড এমোলেড প্যানেল দেওয়া হয়েছে।
  • RAM এবং স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে virtual RAM ফিচারও আছে।
  • প্রসেসর: OnePlus Nord 3 5G ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9000 SoC যোগ করা হয়েছে। এই চিপসেট 6GHz 5G নেটওয়ার্কে 7Gbps ডাউনলোড স্পীড দিতে সক্ষম। এতে ব্লুটুথ 5.3 রয়েছে।
  • ওএস: OnePlus Nord 3 5G ফোনটি Oxygen OS 13.1 এবং Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের সোনী IMX890 প্রাইমারি সেন্সর, 112-ডিগ্রী ফিল্ড অফ ভিউ (FoV) সহ 8 মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: OnePlus Nord 3 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 50W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here