স‍্যামসাং আনতে চলেছে পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ90 ফোন, ভিভো ও ওপ্পোর জন্য কড়া প্রতিযোগিতা

গত বছর খবর পাওয়া গেছিল স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের সঙ্গে সঙ্গে গ‍্যালাক্সি এ সিরিজেও নতুন ফোন লঞ্চ করবে। কিছু দিন আগে 91মোবাইলস স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের আগামী গ‍্যালাক্সি এ50 এর ফ্রেম ও প‍্যানেলের ফোটো এক্সক্লুসিভ পেশ করেছিল। এর থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। এবার গ‍্যালাক্সি এ সিরিজের আগামী স্মার্টফোন গ‍্যালাক্সি এ90 সম্পর্কে জানা গেছে।

সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে রেডমি ফোন, জানালো কোম্পানি

বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স তাদের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে যে স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এ90 ফোনটি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করবে। আইস ইউনিভার্স তাদের টুইটে গ‍্যালাক্সি এ90 স্মার্টফোনটিকে পারফেক্ট বলে উল্লেখ করেছে। আরও বলেছে “এটি স‍্যামসাঙের প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন হবে, এর স্ক্রিন পারফেক্ট এবং এতে কোনো নচ বা হোল নেই।”

এখনও পর্যন্ত ফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে এই বছরের শেষ পর্যন্ত অন‍্যান‍্য ফোনের সঙ্গে এই ফোনটিও লঞ্চ করে দেওয়া হবে।

এক্সক্লুসিভ : 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 32 এমপি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ভিভো ভি15 প্রো

প্রসঙ্গত গত বছর স‍্যামসাং তাদের এ সিরিজে তিনটি ও চারটি রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন পেশ করেছিল। গত নভেম্বরে কোম্পানি তাদের প্রথম কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত গ‍্যালাক্সি এ9 লঞ্চ করেছিল।

কিছু দিন আগে গ‍্যালাক্সি এ50 গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে এবং সেখানে ফোনটি এস‌এম-এ505জিএন মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়। লিস্ট করা ফোনে 6 জিবি র‍্যামের কথা বলা হয়েছে এবং ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে রান করে।

শুরু হল শাওমি রেডমি গো এর সেল, ভারতে দাম মাত্র 5,000 টাকার কাছাকাছি

লিস্ট হ‌ওয়া ফোনটি স‍্যামসাঙের এক্সনস 9610 চিপসেটে রান করার কথা বলা হয়েছে এবং এতে 1.74 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়ার কথাও জানা গেছে। তবে লঞ্চের সময় ক্লক স্পীড আরও বেশিও হতে পারে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত এই ফোনের প্রাইমারি সেন্সর 24 মেগাপিক্সেল হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দিতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here